সাইকেল মেরামতির পাশাপাশি প্রায়শই সন্ধে থেকে এলাকার কয়েকজনকে নিয়ে বাউল সহ বিভিন্ন ফোক গানের চর্চা করেন তিনি। বীরভূমের রামপুরহাট-২ ব্লকের অন্তর্গত মারগ্রামের হাতিবান্দা পাড়ার বাসিন্দা মহম্মদ আসগর আলি ওরফে বাদাম সাইকেল মিস্ত্রি।রামপুরহাট-২ ব্লকের সামনেই তাঁর বাড়ি। সেখানেই বাড়ির মধ্যেই তিনি সাইকেল মেরামতির কাজ করেন।
আরও পড়ুন: কাশ্মীরের নাট্যদল চরণদাস চোর মঞ্চস্থ করল বাংলার আদিবাসী পাড়ায়
advertisement
সকাল থেকে সন্ধে পর্যন্ত তাঁর হাতে লেগে থাকে রেঞ্জ -হাতুড়ি সহ সাইকেল সারানোর বিভিন্ন সরঞ্জাম। আর সেই হাতেই সন্ধে নামলেই থাকে কলম-খাতার পাশাপাশি গানের বিভিন্ন বাদ্যযন্ত্র। সঙ্গীতের চর্চা করার পাশাপাশি এই সাইকেল মিস্ত্রি নাটকও লেখেন।
মহম্মদ আসগর আলি জানান, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় তিনি একটি নাটকে অভিনয় করেছিলেন। সেই শুরু। প্রায় ৩৫ বছর ধরে তিনি পেশা হিসাবে সাইকেল মেরামতির পাশাপাশি রামপুরহাট, বোলপুর, সাহাপুর বিভিন্ন এলাকায় যাত্রাপালা, নাটক করেন। নিজেই লেখেন নাটক এবং নিজেই সেই নাটক পরিবেশন করেন। এখনও পর্যন্ত তিনি আটটি নাটক লিখেছেন।
সৌভিক রায়