বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুরুল ইসলাম। ঘটনার পর কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে। কান্দি থানার পুলিশ পরিবারের সদস্যদের কাছে অভিযোগ পেয়ে নার্গিস পারভিন নামের ওই মহিলাকে আটক করে কান্দি থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ‘বাদ’ সায়নী ঘোষ! ৫-এ ডাক ইডির, বড় সিদ্ধান্ত তৃণমূলের! জল্পনা ‘ভবিষ্যৎ’ নিয়ে
advertisement
যদিও ঘটনার পর শোরগোল পড়ে যায় গোটা এলাকায়, এবং ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। তবে কী কারণে স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলল স্ত্রী সেই প্রশ্নের উত্তর এখন অধারা।
আরও পড়ুন: বীরভূমের গ্রামে ঢুকতেই বেনজির অভিজ্ঞতা শতাব্দীর! গ্রামবাসীরা যা করলেন, তাজ্জব সাংসদ নিজেই
আহত অবস্থায় নুরুল ইসলাম বলেন, ”আজকে সকালে কোনও কারণ ছাড়াই হঠাৎ আমার যৌনাঙ্গে আঘাত করে স্ত্রী। পরিবারের সদস্যরা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য।” অন্যদিকে এই ঘটনার পরে নুরুল ইসলামের পরিবারের সদস্যরা গৃহবধূর শাস্তির দাবি করেছেন।
—— কৌশিক অধিকারী