TRENDING:

Bangla News: মন্ত্রীর এ কী হাল! ঘেরাও হলেন বিকেল ৫টায়, মুক্ত হলেন গভীর রাতে! অবিশ্বাস্য কাণ্ড

Last Updated:

Bangla News: ক্ষুব্ধ তৃণমূল নেতা কর্মীদের বিক্ষোভে বুধবার বিকাল পাঁচটা থেকে রাত ১১ টা, দীর্ঘক্ষণ আটকে থাকার পর রাত সোয়া ১১ টায় ঘেরাও মুক্ত হন সৌমেন মহাপাত্র!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিয়া: ৬ ঘন্টারও বেশি সময় ধরে আটকে থাকার পর অবশেষে বুধবার রাত সোয়া ১১ টায় ঘেরাও মুক্ত হন পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্র! জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, দলের নেতা সোমনাথ বেরাকে গ্রেফতারের প্রতিবাদে তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্রকে তাঁর অফিসে রাত ১১ টা পর্যন্ত আটকে রেখে টানা ৬ ঘন্টা ধরে দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল নেতা কর্মীরা।
মহা বিপদে সৌমেন
মহা বিপদে সৌমেন
advertisement

ক্ষুব্ধ তৃণমূল নেতা কর্মীদের বিক্ষোভে বুধবার বিকাল পাঁচটা থেকে রাত ১১ টা, দীর্ঘক্ষণ আটকে থাকার পর রাত সোয়া ১১ টায় ঘেরাও মুক্ত হন সৌমেন মহাপাত্র! দলীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার দলীয় পদ থেকে পদত্যাগেরও হুমকি হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ সোমনাথ ঘনিষ্ঠ তৃণমূল নেতারা।

আরও পড়ুন: হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা

advertisement

এদিকে, তৃণমূলের প্রার্থী তালিকা নাম থাকা সত্বেও মিলেনি টিকিট! বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী সপরিবারে যোগদান করলেন বিজেপিতে। তৃণমূলের প্রার্থী তালিকায় নাম থাকলেও নমিনেশন করানো হয়েছে এলাকারই অন্য এক যুবককে। এই অভিযোগ তুলে বিজেপিতে যোগদান করল এলাকার তৃণমূল কর্মী সহ তার পরিবার।

আরও পড়ুন: বুধে বিস্ফোরক, বৃহস্পতিতে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর! শেষ দেখার হুঁশিয়ারি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া শালডাঙ্গা এলাকার যুবক সাজু হক। বুধবার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তালিকায় নাম ছিল ২১/৯১ নম্বর বুথের সাজু হকের। কিন্তু তৃণমূলের তরফে তাকে নমিনেশন করানো হয়নি। এলাকার অন্য এক যুবককে বুধবার তৃণমূল নেতৃত্ব নমিনেশন জমা করান। বুধবার রাতেই সাজু হক ও তার অনুগামীরা বিজেপির ঝান্ডা হাতে তুলে নেয়। বিজেপির মেটেলি সমতল মন্ডল সভাপতি মজনুল হক, জগদীশ বর্মন, মেহেবুব আলম, মুন্না মোহাম্মদ সহ অন্যান্য বিজেপি কর্মীরা তাঁর হাতে বিজেপির পতাকা হাতে তুলে দেয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মন্ত্রীর এ কী হাল! ঘেরাও হলেন বিকেল ৫টায়, মুক্ত হলেন গভীর রাতে! অবিশ্বাস্য কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল