ক্ষুব্ধ তৃণমূল নেতা কর্মীদের বিক্ষোভে বুধবার বিকাল পাঁচটা থেকে রাত ১১ টা, দীর্ঘক্ষণ আটকে থাকার পর রাত সোয়া ১১ টায় ঘেরাও মুক্ত হন সৌমেন মহাপাত্র! দলীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার দলীয় পদ থেকে পদত্যাগেরও হুমকি হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ সোমনাথ ঘনিষ্ঠ তৃণমূল নেতারা।
আরও পড়ুন: হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা
advertisement
এদিকে, তৃণমূলের প্রার্থী তালিকা নাম থাকা সত্বেও মিলেনি টিকিট! বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী সপরিবারে যোগদান করলেন বিজেপিতে। তৃণমূলের প্রার্থী তালিকায় নাম থাকলেও নমিনেশন করানো হয়েছে এলাকারই অন্য এক যুবককে। এই অভিযোগ তুলে বিজেপিতে যোগদান করল এলাকার তৃণমূল কর্মী সহ তার পরিবার।
আরও পড়ুন: বুধে বিস্ফোরক, বৃহস্পতিতে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর! শেষ দেখার হুঁশিয়ারি
মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া শালডাঙ্গা এলাকার যুবক সাজু হক। বুধবার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তালিকায় নাম ছিল ২১/৯১ নম্বর বুথের সাজু হকের। কিন্তু তৃণমূলের তরফে তাকে নমিনেশন করানো হয়নি। এলাকার অন্য এক যুবককে বুধবার তৃণমূল নেতৃত্ব নমিনেশন জমা করান। বুধবার রাতেই সাজু হক ও তার অনুগামীরা বিজেপির ঝান্ডা হাতে তুলে নেয়। বিজেপির মেটেলি সমতল মন্ডল সভাপতি মজনুল হক, জগদীশ বর্মন, মেহেবুব আলম, মুন্না মোহাম্মদ সহ অন্যান্য বিজেপি কর্মীরা তাঁর হাতে বিজেপির পতাকা হাতে তুলে দেয়।