রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে ঝাড়গ্রামে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। ছবির অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা মন্ত্রীর।
ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে বলে ঝাড়গ্রাম সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ জানিয়েছেন। চলতি মাসের ১৯ তারিখ তার প্রোফাইল হ্যাক হওয়ার ঘটনা সামনে আসে। প্রথমে ফেসবুক পেজটি থেকে মন্ত্রীর নাম বদলে দেওয়া হয়, পরে ফেসবুক পেজটির দুই পরিচালক কেও বের করে দেয় হ্যাকাররা। প্রোফাইলটি হ্যাক হয়ে যাওয়ার ঘটনা সামনে আসতে, পুলিশের কাছে তিনি অভিযোগ জানান। তবে ১৯ তারিখের পর বেশ কয়েকদিন ফেসবুক পেজটি ফেসবুকে না দেখা গেলেও দিন কয়েক পরে সেটি একটি বিকৃত নামে ফেসবুকে ফের লক্ষ্য করা যায়। এমনই জানিয়েছেন মন্ত্রী বীরবাহা।
advertisement
এরপরই তিনি ও তার ফেসবুক পেজের পরিচালক বুধবার রাতে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখনও তার ফেসবুক পেজ ফিরে পাননি মন্ত্রী। মন্ত্রী বীরবাহা বলেন, আমার এই অফিসিয়াল পেজটি সাইবার হ্যাকারদের পরিচালনায় গেছে। বিভিন্ন সময়ে আমি আমার নানা রাজনৈতিক কর্মসূচির ছবি, ভিডিও আমার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছি। এই ছবির কোন ভাবে অপব্যবহার হতে পারে। যা নিয়ে রীতিমতো শঙ্কায় রয়েছি।
আরও পড়ুন: 'সব' বলে দেবেন অনুব্রত মণ্ডল? ইডির হাতে সুকন্যা-অস্ত্র! নয়া ছক তদন্তকারীদের
প্রসঙ্গত এই ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সময় কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে ফেসবুক লাইভ এর মাধ্যমে সোচ্চার হতেন মন্ত্রী। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের অভাব অভিযোগের বিষয় তার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে মানুষ জানাতে পারতেন।এবার সেই সমস্ত কিছু পরিষেবা, ফেসবুক পেজ হ্যাক হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে সাধারন মানুষকে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছেন। উল্লেখ্য, প্রায় ২৬০০০ ফলোয়ার ছিল মন্ত্রীর।
কখনো কখনো পুলিশের নানা উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক কিংবা অন্যান্য জনের ফেসবুক হ্যাক হওয়ার ঘটনার সামনে এসেছে। এবার খোদ মন্ত্রীর ফেসবুক হ্যাক হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত নেমেছে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানার পুলিশ।
------Ranjan Chanda