TRENDING:

Bangla News: সরকারের কাছে ডিএ আদায়ের অভিনব পন্থা! QR কোড স্ক্যান করলেই আন্দোলনে শামিল

Last Updated:

Bangla News: আন্দোলনে শামিল হতে না পারলেও, সরকারি কর্মচারী হিসেবে তাঁদের সমর্থন প্রয়োজন। যদি তাঁরা সরাসরি আন্দোলনে নামতে না পারে, সে কারণে লিফলেটের সঙ্গে কিউআর কোড দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: আইনের রক্ষকেরা, আইনের জালে আবদ্ধ। অপরদিকে তাঁরাও সরকারী কর্মী, পাচ্ছেন না ন্যায্য ডিএ। ডিএ এর দাবিতে অন্যান্য সরকারি কর্মচারী আন্দোলনে নামলেও, আইন রক্ষক পুলিশকর্মীরা কিন্তু সরাসরি আন্দোলনে নামতে পারছেন না তাঁদের ন্যায্য দাবিতে। ডিএ এর দাবিতে পুলিশ কর্মীদের শামিল করতে, এদিন “থানা চলো” কর্মসূচি নেয় সংগ্রামী যৌথ মঞ্চ।
কিউআর কোডের মাধ্যমে সমর্থন আদায়
কিউআর কোডের মাধ্যমে সমর্থন আদায়
advertisement

আরও পড়ুনঃ নীতি পুলিশি! ‌যুবকের চোখে দেওয়া হল নুন ও লঙ্কার গুঁড়ো! কেন এরকম পরিণতি জানুন?

সেই কর্মসূচির অঙ্গ অনুযায়ী, এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানায় প্রতিনিধিমূলকভাবে কয়েকজন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বালুরঘাট থানায় পুলিশ কর্মীদের মধ্যে লিফলেট বিলি করেন। প্রসঙ্গত, পুলিশকর্মীরা আইনের বেড়াজালে আবদ্ধ হওয়ায়, সরাসরি আন্দোলনে শামিল হতে না পারলেও, সরকারি কর্মচারী হিসেবে তাঁদের সমর্থন প্রয়োজন। যদি তাঁরা সরাসরি আন্দোলনে নামতে না পারে, সে কারণে লিফলেটের সঙ্গে কিউআর কোড দেওয়া হয়েছে। যেখানে তাঁরা সরকারি কর্মীদের ন্যায্য ডি এর দাবি সমর্থন করতে পারেন।

advertisement

View More

পাশাপাশি, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের তাঁদের আন্দোলনে শামিল হতে আবেদন জানানোর পাশাপাশি পুলিশকর্মীদের মধ্যে পাওনা ডিএ এর আন্দোলনের সমর্থনে লিফলেট বিলি করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সরকারের কাছে ডিএ আদায়ের অভিনব পন্থা! QR কোড স্ক্যান করলেই আন্দোলনে শামিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল