আরও পড়ুনঃ নীতি পুলিশি! যুবকের চোখে দেওয়া হল নুন ও লঙ্কার গুঁড়ো! কেন এরকম পরিণতি জানুন?
সেই কর্মসূচির অঙ্গ অনুযায়ী, এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানায় প্রতিনিধিমূলকভাবে কয়েকজন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বালুরঘাট থানায় পুলিশ কর্মীদের মধ্যে লিফলেট বিলি করেন। প্রসঙ্গত, পুলিশকর্মীরা আইনের বেড়াজালে আবদ্ধ হওয়ায়, সরাসরি আন্দোলনে শামিল হতে না পারলেও, সরকারি কর্মচারী হিসেবে তাঁদের সমর্থন প্রয়োজন। যদি তাঁরা সরাসরি আন্দোলনে নামতে না পারে, সে কারণে লিফলেটের সঙ্গে কিউআর কোড দেওয়া হয়েছে। যেখানে তাঁরা সরকারি কর্মীদের ন্যায্য ডি এর দাবি সমর্থন করতে পারেন।
advertisement
পাশাপাশি, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের তাঁদের আন্দোলনে শামিল হতে আবেদন জানানোর পাশাপাশি পুলিশকর্মীদের মধ্যে পাওনা ডিএ এর আন্দোলনের সমর্থনে লিফলেট বিলি করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।
সুস্মিতা গোস্বামী