Bangla News: নীতি পুলিশি! যুবকের চোখে দেওয়া হল নুন ও লঙ্কার গুঁড়ো! কেন এরকম পরিণতি জানুন?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Bangla News: পাম্প চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে ধরে হাত পা বেঁধে বেধড়ক মারধর করে মুখে লবন ও লঙ্কার গুঁড়ো গুঁজে দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার পাকুরিয়া বিলেরধার এলাকায়।
মুর্শিদাবাদঃ বহরমপুরের কান্তনগরে পাম্প চুরি হচ্ছিল বেশ কিছু দিন ধরেই। আর সেই চুরির ঘটনায় এবার হাতে নাতে ধরল উত্তেজিত জনতা। আর তারপরেই ঘটে গেল যুবকের সঙ্গে মর্মান্তিক পরিণতি। পাম্প চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে ধরে হাত পা বেঁধে বেধড়ক মারধর করে মুখে লবণ ও লঙ্কার গুঁড়ো গুঁজে দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার পাকুরিয়া বিলেরধার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি নির্মীয়মাণবাড়িতে শ্রমিকরা যখন কাজ করছিল, সেই সময় এক যুবক ওই বাড়ির পাশ থেকে জল তোলা পাম্প চুরি করার চেষ্টা করছিল বলে অভিযোগ। সেই সময়ই বাড়ির শ্রমিকরা তাকে দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে। তারপর ধৃত যুবকের হাত-পা বেঁধে বেধড়ক মারধর চালানো হয় বলেও অভিযোগ। ধৃত যুবক কথা না বলার জন্য তার মুখে গুঁজে দেওয়া হয় লঙ্কার গুঁড়ো ও লবণ। ঘটনার জেরে খবর দেওয়া হয় বহরমপুর থানার পুলিশকে। বহরমপুর থানার পুলিশ এসে অভিযুক্ত যুবককে ধরে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় বাড়ির জলতোলা পাম্প হামেশায় চুরি হচ্ছিল। আজ তাকে হাতেনাতে ধরা হয়। ধৃত যুবকের বাড়ি বহরমপুর থানাড় কান্তনগর এলাকায় বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এলাকার বাসিন্দা উৎপল রাজবংশী জানান, ‘এলাকায় বেশ কিছু দিন ধরেই বাড়ির পাম্প চুরি যাচ্ছিল। আর আজকে হাতে নাতে ধরে ফেলা হয় তাকে।পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তাকে নিয়ে যায় থানায়।’ এলাকার এক শ্রমিক জানান, ‘আমরা এখানে কাজ করছিলাম। তখনই দেখি পাম্প চুরি করে নিয়ে যাচ্ছিল। তখনই হাতে নাতে ধরে ওর গামছা দিয়ে বেঁধে রাখা হয়। এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে মুখে লবণ ও লঙ্কার গুঁড়ো দেওয়া হয়।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2023 5:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: নীতি পুলিশি! যুবকের চোখে দেওয়া হল নুন ও লঙ্কার গুঁড়ো! কেন এরকম পরিণতি জানুন?