আরও পড়ুনঃ ৭ দিনে মডেলদের মতো ‘স্লিম’! রোজ টক দইয়ের সঙ্গে মিশিয়ে খান এই ৩ মশলা! বন্ধুরা জ্বলবে ফিগার দেখে
বর্তমানে বাংলাদেশের শহর ও গ্রামীণ সড়কগুলোতে পথ দুর্ঘটনা একটি নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। গতকালই বাড়ির সামনে খেলা করার সময় বেপরোয়া গাড়িচালকের কারণে একটি শিশুর মৃত্যু হয়। বিশেষজ্ঞদের মতে, এই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হল যানবাহনের বেপরোয়া গতি। এই বেপরোয়া গতির কারণে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, যার ফলে অনেকে প্রাণ হারাচ্ছেন কিংবা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন। লক্ষ্য করলে দেখা যায় যে পথদুর্ঘটনাগুলি হয়েছে যার অধিকাংশ ঘটেছে অতিরিক্ত গতির কারণে। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি এবং দ্রুতগামী বাসের চালকেরা গতি নিয়ন্ত্রণ না করায় দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে।
advertisement
বিশ্লেষকদের মতে, গতি নিয়ন্ত্রণে কঠোর আইন থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়নের অভাব, সচেতনতার ঘাটতি এবং সড়ক পরিবহনে শৃঙ্খলার অভাব দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে তরুণ চালকদের মধ্যে বেপরোয়া চালানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটি বড় একটি উদ্বেগের বিষয়।
আরও পড়ুনঃ ঘরে এসি, ফ্যান চলছে তাও রাতে ঘুমের ঘোরে ঘেমে স্নান? এই ৬টি বড় রোগের লক্ষণ হতে পারে! সাবধান
এই সমস্যার সমাধানে কঠোরভাবে আইন প্রয়োগ করার পাশাপাশি, চালকদের প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজন রয়েছে। নিরাপদ সড়ক ব্যবস্থাপনার জন্য সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। বেপরোয়া গতি শুধু চালকের নয়, পথচারীসহ সকলের জন্য বিপজ্জনক। তাই এখনই সময় গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের।
Mainak Debnath