পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে কৈলাশপুরের বাসিন্দা দেবাশিস সিংহ রায়ের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের জন্যে কুয়ো খোঁড়া হচ্ছিল। কুয়ো খোঁড়ার জন্য সেপটিক ট্যাঙ্কের নীচে নামেন দু’জন। নামার পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। উপরে থাকা তিন শ্রমিক ও বাড়ির মালিকের ছেলে অসুস্থ হওয়া শ্রমিকদের উদ্ধার করতে গেলে তাঁরাও অসুস্থ হয়ে পরেন।
আরও পড়ুন: বনগাঁয় বসে মেয়েদের ‘উধাও’ করার চক্র? বাংলাদেশ যোগ পেতেই NIA-এর হাতে বিরাট তথ্য! গ্রেফতার ২
advertisement
খবর দেওয়া হয় জেলা বিপর্যয় মেকাবিলা দফতর ও দমকলকে। অসুস্থদের দুই শ্রমিককে উদ্ধার করতে নামা চারজনকে কোনও রকমে উদ্ধার করে মেমারি গ্রামীন হাসপাতালে পাঠানো হয়। কুয়োর নীচে থাকা অসুস্থ দু’জনকে অক্সিজেন মাক্স পরে ফায়ার বিগ্রেডের কর্মীরা উদ্ধার করে বর্ধমান মেডিকেলে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শ্রাদ্ধের দিন সমাধিতে এমন কাণ্ড! দৃশ্য দেখে শিউরে উঠছেন লাহিলের বাসিন্দারা, অবিশ্বাস্য ঘটনা
পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন কালনার ধাত্রীগ্রামের সাবির আলি প্রধান ও হুগলির পাণ্ডুয়ার জৈনক সামু। পুলিশের প্রাথমিক অনুমান, বিষাক্ত গ্যাসের কারণেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের।
শরদিন্দু ঘোষ