Human Trafficking in West Bengal NIA: বনগাঁয় বসে মেয়েদের 'উধাও' করার চক্র? বাংলাদেশ যোগ পেতেই NIA-এর হাতে বিরাট তথ্য! গ্রেফতার ২
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Human Trafficking in West Bengal NIA: মানব পাচার চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে অমল কৃষ্ণ মণ্ডল এবং আমির আলি শেখকে গ্রেফতার করেন NIA গোয়েন্দারা। উদ্ধার এক নাবালিকার বয়ানে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে।
কলকাতা: মানব পাচার মামলায় এবার উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে NIA এর হাতে গ্রেফতার দুই। মানব পাচার চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে অমল কৃষ্ণ মণ্ডল এবং আমির আলি শেখকে গ্রেফতার করেন NIA গোয়েন্দারা। সূত্রের খবর, মাস কয়েক আগে ভুবনেশ্বরে এক নাবালিকাকে উদ্ধার করে ওড়িশা পুলিশ।
নাবালিকার সঙ্গে কথা বলে পুলিশ আধিকারিকরা জানতে পারেন, অবৈধ ভাবে সীমান্ত পর করে নাবালিকাকে ভারতে নিয়ে আসা হয়, সীমান্ত পার করার পর নাবালিকাকে কলকাতা হয়ে পাঠিয়ে দেওয়া হয় কটকে। মানব পাচার চক্রের যোগ থাকার তথ্য সামনে আসতেই তদন্ত শুরু করে NIA গোয়েন্দারা। তদন্তে নেমে এক দম্পতির নাম সামনে উঠে আসে, যারা আদতে বাংলাদেশের বাসিন্দা।
advertisement
আরও পড়ুন: শ্রাদ্ধের দিন সমাধিতে এমন কাণ্ড! দৃশ্য দেখে শিউরে উঠছেন লাহিলের বাসিন্দারা, অবিশ্বাস্য ঘটনা
এই মানব পাচার চক্রের জাল কতদূর বিস্তৃতি তা তদন্ত করতে গিয়ে আর্থিক লেনদেনে খতিয়ে দেখে বনগাঁর বাসিন্দা অমল কৃষ্ণ মণ্ডল এবং আমির আলি শেখের যোগ উঠে আসে। আমির আলি শেখের বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে যুক্ত। অমল কৃষ্ণ মণ্ডল বনগাঁর বাসিন্দা। ভুবনেশ্বর থেকে আসা NIA টিম গতকাল অভিযান চালিয়ে বনগাঁর বাসিন্দা অমল কৃষ্ণ মণ্ডল এবং আমির আলি শেখকে গ্রেফতার করে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিজেপির কোর কমিটিতে কি ফিরবেন, আভাস পেতেই এ কোথায় গেলেন দিলীপ ঘোষ! মহালয়ায় বিরাট চমক
ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করার পর ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বর নিয়ে যায় NIA। এনআইএ সূত্রে দাবি, বাংলাদেশে লুকিয়ে থাকা চক্রীদের সঙ্গে আমির আলি শেখের আর্থিক লেনদেন পাওয়া গিয়েছে। বাংলাদেশের অনলাইন অ্যাপে টাকা পাঠানো হয়েছে। এছাড়া অমলকৃষ্ণের সঙ্গেও আর্থিক লেনদেন হয়েছে। বাংলাদেশ থেকে যুবতীদের সীমান্ত পার করে এপারে এনে অমলকৃষ্ণ তাদের আশ্রয় দিত। তারপর বিভিন্ন জায়গায় পাচার করা হত যুবতীদের। বিক্রি করা বাবদ যে টাকা আসত, তা আমির ও অমল দুজনে অনলাইনে পাঠিয়ে দিত বাংলাদেশে।
advertisement
অমিত সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 3:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Human Trafficking in West Bengal NIA: বনগাঁয় বসে মেয়েদের 'উধাও' করার চক্র? বাংলাদেশ যোগ পেতেই NIA-এর হাতে বিরাট তথ্য! গ্রেফতার ২