TRENDING:

Bangla News: দেওয়াল থেকে মুছে দেওয়া হল বিধায়কের নাম! মহিষাদলে তৃণমূলে যা ঘটল, গোটা রাজ্যে বেনজির

Last Updated:

Bangla News: সূত্রের খবর, দল চায়নি বিধায়ক পদে থাকা কোনও ব্যক্তি নতুন করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন। তাই তাঁকে টিকিট দেয়নি দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুজিত ভৌমিক, মহিষাদল: দলের অনুমতি নেই। তাই পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়া হচ্ছে না মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তীর। বিধায়ক প্রার্থী হচ্ছেন ধরে নিয়ে মহিষাদলের কিসমত নাইকুন্ডি অঞ্চলে তাঁর নামে দেওয়াল লিখনের কাজে শুরু করে দিয়েছিলেন তৃণমূল নেতা কর্মীরা। কিন্তু বৃহস্পতিবার নমিনেশন জমা দেওয়ার পর্ব শেষের পর দেখা যায় তিলক চক্রবর্তী তাঁর মনোনয়ন জমা দেননি।
চলছে দেওয়াল মোছার কাজ
চলছে দেওয়াল মোছার কাজ
advertisement

সূত্রের খবর, দল চায়নি বিধায়ক পদে থাকা কোনও ব্যক্তি নতুন করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন। তাই তাঁকে টিকিট দেয়নি দল। যদিও এ ব্যাপারে তিলক চক্রবর্তীর সাফাই, তিনি নিজে প্রার্থী হতে চাননি। তাঁর দাবি, তিনি টানা ৬ বার মহিষাদল পঞ্চায়েত সমিতির ভোটে দাঁড়িয়ে জিতেছেন। এবার আর দাঁড়াতে চান না।

advertisement

আরও পড়ুন: হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা

তিলকের দাবি, উৎসাহী তৃণমূল কর্মীরা চেয়েছিলেন তিনি প্রার্থী হন। তাই তাঁরা অতি উৎসাহে দেওয়াল লিখেছেন। এদিকে তিলকের দাবিকে মিথ্যা বলে অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি ৬ বার নয়, পাঁচবার পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন তিলক চক্রবর্তী। ৬ বার বলে মিথ্যা দাবি করছেন। একইসঙ্গে দেওয়াল লিখনে এমএলএ-র নাম মোছার বিষয়কে কটাক্ষও করেছেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: অনুব্রতর নামে অভিযোগ করেছিলেন, সেই শিবঠাকুরের স্ত্রী-কে ‘উপহার’ দিল তৃণমূল!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিজেপির কটাক্ষকে অবশ্য গুরুত্ব দিতে চাননি মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আবহে বিধায়কের প্রার্থী না হওয়া এবং তাঁর নামে দেওয়াল লিখন মোছার বিষয়কে ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে এলাকায়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: দেওয়াল থেকে মুছে দেওয়া হল বিধায়কের নাম! মহিষাদলে তৃণমূলে যা ঘটল, গোটা রাজ্যে বেনজির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল