ওই ব্যাটারির দোকানের মালিক জানিয়েছেন, এদিন সকালে তিনি দোকান খুলতে এসে দেখেন গ্রিল খোলা, গ্রিল খোলা দেখে সন্দেহ হয় তার। এরপর ভেতরে ঢুকে দেখেন দুটি বস্তার ভেতরে মজুদ করা ছিল পুরনো ব্যাটারি, সেই বস্তা দুটি নেই।
আরও পড়ুন: শুধু স্ত্রী নন, পরিবারের ১৩ জনের সরকারি চাকরি, সুজনকে নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ
advertisement
এছাড়াও দোকানের অন্যান্য আসবাবপত্র চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন দোকানদার। তবে চুরি হয়ে যাওয়া আসবাবপত্রের মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে দাবি করছেন দোকানদার। ঘটনা শান্তিপুর থানার পুলিশকে জানাতেই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এরপর চুরির ঘটনা খতিয়ে জানার চেষ্টা করে।
আরও পড়ুন: সবজি আসছে কলকাতায়, ট্রেনেই মেশানো হচ্ছে 'স্লো-পয়জন'! ঘটনা জানলে খাবার ইচ্ছে চলে যাবে
তবে শান্তিপুরের প্রাণকেন্দ্রের মতো জায়গায় এইভাবে চুরির ঘটনায় অনেকটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে অন্যান্য দোকানদারদের মধ্যে। যদিও চুরির ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
----Mainak Debnath