পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চোরের নাম রাজু দাস (মহেন্দ্র দা), সে রানাঘাটের কুপার্স ক্যাম্প ৮ নম্বর ওয়ার্ড বাসিন্দা। রবিবার রাতে আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশ যখন পাহাড়ারত অবস্থায় ছিল, ঠিক সেই সময় আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি বাড়িতে চুরি করে পালানোর চেষ্টা করে রাজু দাস। সেই সময় পুলিশ চোর রাজু দাসকে তাড়া করে ধরে ফেলে। ধৃতের কাছ থেকে আনুমানিক ২ লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা সহ নগদ ১৩৫০০ টাকা এবং চুরি করার কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: সীমান্তে প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ল দু’জন, ভিতরে যা পেল BSF, চক্ষু চড়কগাছ সকলের
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত রাজু দাস পুলিশি জেরায় স্বীকার করেছে রবিবার সে তিনটি বাড়িতে চুরি করে এবং সম্প্রতিকালে গোপালনগর থানা এলাকা সহ সমগ্র বনগাঁ পুলিশ জেলা এলাকায় চুরির ঘটনা সে ঘটিয়েছে।
আরও পড়ুন: ‘কাকুর’ রহস্যভেদ করবেন তিনিই? এমন কাকে ডাকল ইডি! তলব ঘিরে তুঙ্গে জল্পনা
এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস বলেন, “সাম্প্রতিককালে বনগাঁ থানা এবং গোপালনগর থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে গোপালনগর পুলিশের পক্ষ থেকে এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়। গতকাল চুরির ঘটনার খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ তড়িঘড়ি সেখানে ছুটে যায় এবং রাজু দাস নামে এক চোরকে পালানোর সময় ধরে ফেলে। ধৃতের কাছ থেকে আনুমানিক দুই লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা সহ নগদ ১৩ হাজার ৫০০ টাকা এবং চুরি করার জন্য বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে।” ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে গোপালনগর থানার পুলিশ।