হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সীমান্তে প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়, ভিতরে যা পেল BSF, চক্ষু চড়কগাছ সকলের!

Bangla News: সীমান্তে প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ল দু'জন, ভিতরে যা পেল BSF, চক্ষু চড়কগাছ সকলের

এ কী ঘটনা!(প্রতীকী চিত্র)

এ কী ঘটনা!(প্রতীকী চিত্র)

Bangla News: সীমা চৌকি সোলকের জওয়ানরা খবর পেয়েছিল যে, তাদের এলাকা দিয়ে সোনা পাচার হতে চলেছে।

  • Share this:

বাগদা: বাগদা সীমান্তে চোরাকারবারীদের পরিকল্পনা নস্যাৎ করে ৭১ লাখ টাকার সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের ১০৭ ব্যাটালিয়নের সীমা চৌকি সলকের জওয়ানরা, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করে, তাদের দায়িত্বের এলাকা থেকে ১২১৭ গ্রাম ওজনের ৬টি সোনার বিস্কুট উদ্ধার করেছে। উদ্ধার করা সোনার বিস্কুটের আনুমানিক মূল্য ৭১,৯৫,৮১৪/- টাকা। চোরাকারবারীরা এই সোনা বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল।

সীমা চৌকি সোলকের জওয়ানরা খবর পেয়েছিল যে, তাদের এলাকা দিয়ে সোনা পাচার হতে চলেছে। খবর পেয়ে জওয়ানরা এলাকায় আম্বুশ স্থাপন করে এবং তল্লাশি অভিযান শুরু করে। কিছুক্ষণ পরে, জওয়ানরা সীমান্তের দিকে আসার রাস্তায় বাইক নিয়ে ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। জওয়ানরা সঙ্গে সঙ্গে তাদের কাছে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালায়, এরই মধ্যে উভয় ব্যক্তিই সুযোগ পেয়ে ঘটনাস্থলে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে বাইকে করে পালিয়ে যায়।

আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন, পার্থর উত্তরে চমকে গেলেন সকলে! দেখালেন নিজেকে

জওয়ানরা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করলে তাতে ৬ টি সোনার বিস্কুট পাওয়া যায়। তারপরে, জওয়ানরা আশেপাশের এলাকায় পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালালেও সেখানে আর কিছুই পাওয়া যায়নি। পলাতক চোরাকারবারিদের পরিচয় অমল হালদার এবং অমিত গাইন, দুজনেই গ্রাম লক্ষ্মীপুর, জেলা উত্তর ২৪ পরগনার বাসিন্দা৷

আরও পড়ুন: ‘কাকুর’ রহস্যভেদ করবেন তিনিই? এমন কাকে ডাকল ইডি! তলব ঘিরে তুঙ্গে জল্পনা

পলাতক চোরাকারবারিদের বিরুদ্ধে বাগদা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং উদ্ধার করা সোনা কাস্টমস অফিস বাগদায় হস্তান্তর করা হচ্ছে।

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News, Gold smuggling