আরও পড়ুন: ধরতে পারলেই বিরাট লাভ! শেওড়াফুলিতে গঙ্গার ঘাটে ঘাটে মানুষের ঢল, কিন্তু কেন?
অভিযুক্ত ডাক্তারকে আটক করেছে পুলিশ। পলাতক হাতুড়ে ডাক্তার তথা চেম্বারের মালিক ও একজন মহিলা সহকর্মী (Bangla News)। মৃতা গৃহবধূর নাম রুপালি কাহার, বয়স ২৫ বছর। বাড়ি বাদুড়িয়ার গোখনা এলাকায়। স্থানীয় সূত্রে খবর রুপালি কাহার চার মাসের অন্তসত্ত্বা ছিলেন। স্বামী কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকেন। তাঁদের আগে এক সন্তান আছে। পরে অন্তসত্ত্বা হয়ে পড়ায় সুন্দেপুকুর এলাকায় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন রুপালি।
advertisement
আরও পড়ুন: ট্যাংরায় অগ্নিকাণ্ডের তদন্ত, মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত ৪ সদস্যের হাই-পাওয়ার কমিটি
এক মহিলার সঙ্গে আলাপ হয় প্রথমে। অভিযোগ, ওই মহিলাই পরামর্শ দেন গর্ভপাতের করাতে। রবিবার সকালে গর্ভপাতের পর অসুস্থ হয়ে চেম্বারে মারা যান গৃহবধূ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে পড়ে মৃতার পরিবারের সদস্যরা ও স্থানীয়রা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে গর্ভপাত করানো হয় সরকারি ছাড়পত্র ছাড়া। পলাতক দোষীদের গ্ৰেফতারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জিয়াউল আলম