সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত এলাকা। দোকান বাজার কেন্দ্র করে সারাদিন ব্যস্ত হয়ে ওঠে ওই স্থান। যতদিন যাচ্ছে বিপদের আশঙ্কা আরও বেশি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। গত কয়েক বছরে আরও শুকিয়ে পড়েছে। ভেঙে পড়ছে গাছের ডালপালা, ফলে আতঙ্কে উলুবেড়িয়া রঘুদেবপুর কেটোপোল সংলগ্ন এলাকার মানুষ। পাঁচলা মোড় থেকে বাউরিয়া যাবার মাঝেই চোখে পড়বে রাজ্য সড়কের পাশেই রয়েছে একাধিক শুকনো গাছ। যে কোনও মুহূর্তে বড়সর দুর্ঘটনার আশঙ্কা।
advertisement
স্থানীয় মানুষের পাশাপাশি আতঙ্কে পথ চলতি মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ওই শুকনো গাছে আগুন লাগার ঘটনা। ঘটনা সামনে আসতে দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসনের তৎপরতায় বড়সর বিপদ এড়ানো সম্ভব হয় সেদিন। আগুন লাগার ঘটনা সামনে আসতে দ্রুত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
আরও পড়ুনঃ বেপরোয়া গতি মোটর ভ্যানের পরপর ধাক্কা, কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত শিশুকন্যা
এ প্রসঙ্গে স্থানীয় রঘুদেবপুর পঞ্চায়েত সদস্য সঙ্গে যোগাযোগ করলে জানা গিয়েছে, দ্রুত গাছ কাটার প্রস্তুতি চলছে। আগেও গাছের বিপজ্জনক ডালপাল কেটে নামানো হয়েছে। যাতে করে নতুন করে দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে।
রাকেশ মাইতি





