এসইউসিআই দলের মূল দুর্গ হিসেবে জয়নগরের নাম পরিচিত আছে। তবে রাজ্যে পালাবদলের হওয়ার পর থেকেই সেভাবে আর কিন্তু এসইউসিআই দলের সংগঠন সেভাবে আর শক্তিশালী নেই। তবে দক্ষিণ বারাসতের এস ইউ সি আই দলের এক প্রার্থী তিনি নমিনেশন করেছেন এবং তিনি ভোটেও লড়ছেন। তবে তাকে দেখা গেল তিনি অন্য রাজনৈতিক দলের দেওয়াল লিখছেন। আসলে তিনি একজন প্রার্থী এসইউসিআই দলের তবে তার পেশাগত ভাবে তিনি একজন আর্টিস্ট।
advertisement
আরও পড়ুন: স্কুলের ভিতরে টাকার ‘খেলা’! বাইরে বিক্ষোভে ছাত্রীরা! বাংলার এই স্কুলে যা ঘটল…
দেওয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন ছবি আঁকাই তার কাজ। তাই তার পেশাগত কারণে তিনি নিজের দেওয়াল লেখার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের দেওয়াল লিখন এর কাজ তিনি শুরু করেছেন।
আরও পড়ুন: জেলে এমন কী হচ্ছে তাঁর সঙ্গে? বিচারকের কাছে বিস্ফোরক অর্পিতা! চমকে উঠল সকলে
এটা নিয়ে অনেক গুঞ্জন হলেও তিনি কিন্তু বিষয়টি কোন পাত্তা না দিয়ে তিনি বলেন, ‘এটাই আমার কাজ তাই আমি সমস্ত রাজনৈতিক দলের দেয়াল লিখন এর কাজ করি প্রতিটা ভোটের সময় তাই আমি নিজে প্রার্থী হয়েছি। তাই নিজের দেওয়াল লেখার পাশাপাশি আমার পেশাগত কারণে আমি বিভিন্ন রাজনৈতিক দলের দেয়াল লিখন এর কাজ করছি। এটাই আমার ভাত ভিত্তি আর এটা থেকেই আমার সংসার চলে। তাই রাজনৈতিক হিংসা সরিয়ে আমি আমার নিজের কাজটি করে যাচ্ছি।’
——- সুমন সাহা