TRENDING:

Bangla News: নিজে প্রার্থী, অথচ দেওয়াল লিখছেন বিরোধী প্রার্থীদের হয়ে! আজব কাণ্ড কারণ কী জানেন?

Last Updated:

Bangla News: জয়নগরে এই ভোট প্রার্থী দেওয়াল লিখছেন অন্যান্য রাজনৈতিক দলের, কেন জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের বেশ কিছু জায়গায় নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে উঠেছিল। বাদ যায়নি দক্ষিণ ২৪ পরগনা জেলাও। তবে এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল।
advertisement

এসইউসিআই দলের মূল দুর্গ হিসেবে জয়নগরের নাম পরিচিত আছে। তবে রাজ্যে পালাবদলের হওয়ার পর থেকেই সেভাবে আর কিন্তু এসইউসিআই দলের সংগঠন সেভাবে আর শক্তিশালী নেই। তবে দক্ষিণ বারাসতের এস ইউ সি আই দলের এক প্রার্থী তিনি নমিনেশন করেছেন এবং তিনি ভোটেও লড়ছেন। তবে তাকে দেখা গেল তিনি অন্য রাজনৈতিক দলের দেওয়াল লিখছেন। আসলে তিনি একজন প্রার্থী এসইউসিআই দলের তবে তার পেশাগত ভাবে তিনি একজন আর্টিস্ট।

advertisement

আরও পড়ুন: স্কুলের ভিতরে টাকার ‘খেলা’! বাইরে বিক্ষোভে ছাত্রীরা! বাংলার এই স্কুলে যা ঘটল…

View More

দেওয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন ছবি আঁকাই তার কাজ। তাই তার পেশাগত কারণে তিনি নিজের দেওয়াল লেখার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের দেওয়াল লিখন এর কাজ তিনি শুরু করেছেন।

আরও পড়ুন: জেলে এমন কী হচ্ছে তাঁর সঙ্গে? বিচারকের কাছে বিস্ফোরক অর্পিতা! চমকে উঠল সকলে

advertisement

এটা নিয়ে অনেক গুঞ্জন হলেও তিনি কিন্তু বিষয়টি কোন পাত্তা না দিয়ে তিনি বলেন, ‘এটাই আমার কাজ তাই আমি সমস্ত রাজনৈতিক দলের দেয়াল লিখন এর কাজ করি প্রতিটা ভোটের সময় তাই আমি নিজে প্রার্থী হয়েছি। তাই নিজের দেওয়াল লেখার পাশাপাশি আমার পেশাগত কারণে আমি বিভিন্ন রাজনৈতিক দলের দেয়াল লিখন এর কাজ করছি। এটাই আমার ভাত ভিত্তি আর এটা থেকেই আমার সংসার চলে। তাই রাজনৈতিক হিংসা সরিয়ে আমি আমার নিজের কাজটি করে যাচ্ছি।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

——- সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: নিজে প্রার্থী, অথচ দেওয়াল লিখছেন বিরোধী প্রার্থীদের হয়ে! আজব কাণ্ড কারণ কী জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল