TRENDING:

Straight Spine: মেরুদন্ড সোজা করতে ‘অপারেশন স্ট্রেট স্পাইন’ কর্মসূচি বজবজে!

Last Updated:

বজবজে মেরুদন্ড সোজা করতে চলল ‘অপারেশন স্ট্রেট স্পাইন’ কর্মসূচি। এই কর্মসূচি শুরু হয়েছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হসপিটালে। এই কর্মসূচি স্পাইন ডিফরমিটি সার্জারি ওয়ার্কশপের অঙ্গ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বজবজে মেরুদন্ড সোজা করতে চলল ‘অপারেশন স্ট্রেট স্পাইন’ কর্মসূচি। এই কর্মসূচি শুরু হয়েছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হসপিটালে। এই কর্মসূচি স্পাইন ডিফরমিটি সার্জারি ওয়ার্কশপের অঙ্গ। জটিল এই সার্জারি করতে দেশবিদেশের সার্জেন, চিকিৎসক ও অ্যানাস্থেটিস্ট টিম এসেছিল। পুরো কর্মসূচিটি চলছে ওই মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক উজ্জ্বল দেবনাথের নেতৃত্বে।
advertisement

আরও পড়ুনঃ শিরা থেকে নিংড়ে বের করবে ‘জেদি’ কোলেস্টেরলকে! শুধু এক সপ্তাহ মেনে চলুন এই ৫ ‘নিয়ম’, ফল হাতেনাতে!

স্কোলিওসিস নামের মেরুদণ্ডের এই বিকৃতির ক্ষেত্রে, বয়ঃসন্ধির আগে শরীরের বৃদ্ধির সময়ে এই রোগের বহিঃপ্রকাশ ঘটে, যাতে মেরুদণ্ডের অন্তত ৩৩টি হাড় বা কশেরুকা বেঁকে যায়। ফলে শিশুর ‘পশ্চার’ অস্বাভাবিক হয়ে পড়ে। বুকের পাঁজরও বেঁকে গিয়ে ফুসফুসে চাপ দেয় বলে এই অসুখে শ্বাসকষ্ট নিত্যসঙ্গী।

advertisement

আরও পড়ুনঃ বিয়েতে কোটি টাকা খরচ, প্রথমসারির প্রেগন্যান্ট নায়িকাকে মারতেন শাশুড়ি, বন্ধুদের সঙ্গে জোর করে সহবাসে পাঠাতেন স্বামী!

View More

মেরুদণ্ডের এই ত্রুটি সংশোধন করতে গেলে প্রয়োজন দারুণ দক্ষ, দীর্ঘ ও নিপুণ সার্জারি। অন্যথায় সারা জীবনের জন্য পক্ষাঘাত একপ্রকার অনিবার্য। সেজন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে অপারেশন করতে গড়ে ছয় থেকে ১০ ঘণ্টা সময় লাগে। তাতেই শুধরে যায় শিরদাঁড়ার বিকৃতি। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হসপিটালের এই কর্মসূচি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এলাকায়। ১২ জন শিশু এই কর্মসূচির ফলে নবজীবন পেয়েছে যাতে খুশি সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Straight Spine: মেরুদন্ড সোজা করতে ‘অপারেশন স্ট্রেট স্পাইন’ কর্মসূচি বজবজে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল