আরও পড়ুনঃ শিরা থেকে নিংড়ে বের করবে ‘জেদি’ কোলেস্টেরলকে! শুধু এক সপ্তাহ মেনে চলুন এই ৫ ‘নিয়ম’, ফল হাতেনাতে!
স্কোলিওসিস নামের মেরুদণ্ডের এই বিকৃতির ক্ষেত্রে, বয়ঃসন্ধির আগে শরীরের বৃদ্ধির সময়ে এই রোগের বহিঃপ্রকাশ ঘটে, যাতে মেরুদণ্ডের অন্তত ৩৩টি হাড় বা কশেরুকা বেঁকে যায়। ফলে শিশুর ‘পশ্চার’ অস্বাভাবিক হয়ে পড়ে। বুকের পাঁজরও বেঁকে গিয়ে ফুসফুসে চাপ দেয় বলে এই অসুখে শ্বাসকষ্ট নিত্যসঙ্গী।
advertisement
মেরুদণ্ডের এই ত্রুটি সংশোধন করতে গেলে প্রয়োজন দারুণ দক্ষ, দীর্ঘ ও নিপুণ সার্জারি। অন্যথায় সারা জীবনের জন্য পক্ষাঘাত একপ্রকার অনিবার্য। সেজন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে অপারেশন করতে গড়ে ছয় থেকে ১০ ঘণ্টা সময় লাগে। তাতেই শুধরে যায় শিরদাঁড়ার বিকৃতি। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হসপিটালের এই কর্মসূচি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এলাকায়। ১২ জন শিশু এই কর্মসূচির ফলে নবজীবন পেয়েছে যাতে খুশি সকলেই।
নবাব মল্লিক