TRENDING:

Bangla News: আঙুলের ৪ সোনার আংটি-মোবাইল উধাও, ফ্ল্যাটের মেঝেতে ম*রে পড়ে অসীম দে! গোলাবাড়িতে মারাত্মক কাণ্ড

Last Updated:

Bangla News: ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার দেহ। হাতের সোনার চারটি মূল্যবান আংটি ও মোবাইল ফোন পাওয়া যায়নি। সিসিটিভিতে এক ব্যক্তিকে ফ্ল্যাটে ঢুকতে ও বেরোতে দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোলাবাড়ি: ফ্ল্যাটে এক বৃদ্ধের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার দেহ। হাতের সোনার চারটি মূল্যবান আংটি ও মোবাইল ফোন পাওয়া যায়নি। সিসিটিভিতে এক ব্যক্তিকে ফ্ল্যাটে ঢুকতে ও বেরোতে দেখা যায়।
হঠাৎ কী ঘটল?
হঠাৎ কী ঘটল?
advertisement

পরিবারের লোকজন মনে করছেন এটা খুনের ঘটনা। তদন্তে নেমেছে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে, উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত ইন্দিরা ভবন। এখানে তিনতলায় নিজের ফ্ল্যাটে মাঝেমধ্যেই একা রাতে থাকতেন অসীম দে। সেই ফ্ল্যাট থেকেই তার নিথর দেহ উদ্ধার হয় গতকাল।

আরও পড়ুন: বাইকে যাচ্ছেন রাহুল গান্ধি, হঠাৎ এগিয়ে এসে সটান চুমু! তারপরেই যা ঘটল, মারাত্মক! ‘ভালবাসার দোকানে’ গন্ডগোল

advertisement

বাড়ির লোকেরা তাঁর ফোন সুইচ অফ পেয়ে ওই বহুতলের অন্য এক বাসিন্দাকে খোঁজ নিতে বলেন। বাসিন্দা শিবকুমার শর্মা বলেন, গতকাল সকাল দশটা নাগাদ অসীমবাবুর ফ্ল্যাটে গিয়ে দেখা যায় দরজা ভেজানো রয়েছে। ঘরে তিনি পড়ে রয়েছেন। পরে জানা যায়, তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন ও গোলাবাড়ি থানার পুলিশ।

advertisement

আরও পড়ুন: বাস-ট্যাক্সি-ট্রেন-মেট্রো অতীত, এবার যাতায়াত করতে পারবেন রোপওয়ে চড়ে! ভারতের কোন শহরে শুরু হচ্ছে এই গণপরিষেবা?

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরিবারের লোকজন মনে করছেন এটা খুনের ঘটনা। কারণ মূল্যবান সোনার চারটি আংটি ও মোবাইল পাওয়া যায়নি। সিসিটিভিতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তাঁকে চেনা যায়নি। তিনি ফ্ল্যাটের ভিতরে প্রায় দু-ঘণ্টা ছিলেন। সঠিক তদন্তের দাবি করেছে পরিবার। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ব্যক্তির সন্ধান করা হচ্ছে।

advertisement

দেবাশিস চক্রবর্তী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: আঙুলের ৪ সোনার আংটি-মোবাইল উধাও, ফ্ল্যাটের মেঝেতে ম*রে পড়ে অসীম দে! গোলাবাড়িতে মারাত্মক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল