First Indian Public Transport Ropeway: বাস-ট্যাক্সি-ট্রেন-মেট্রো অতীত, এবার যাতায়াত করতে পারবেন রোপওয়ে চড়ে! ভারতের কোন শহরে শুরু হচ্ছে এই গণপরিষেবা?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
First Indian Public Transport Ropeway: রোপওয়ে চড়ে অফিস যাবেন? ভাড়া কত? জানেন ভারতের কোন শহরে চালু হচ্ছে এমন পরিষেবা? জানলে অবাক হবেন যে, এ বছরের শেষেই খুলে যাবে গণপরিবহণ হিসেবে রোপওয়ে পরিষেবা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই রোপওয়ে সংযোগ ব্যবস্থা উন্নত করবে এবং যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করবে। ক্যান্ট, বিদ্যাপীঠ এবং রথযাত্রা নামে তিনটি স্টেশন ইতিমধ্যেই নির্মিত হয়েছে বলে জানা গেছে, যেখানে সমস্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এই স্টেশনগুলিতে স্বয়ংক্রিয় সিঁড়ি, লিফট, হুইলচেয়ার, বিশ্রামাগার, পার্কিং এবং খাবার, পানীয় এবং কেনাকাটার জন্য জায়গা থাকবে। (প্রতীকী ছবি)
advertisement
৪৫-৫০ মিটার উচ্চতায় প্রায় ১৫০টি ট্রলি কার চলবে, প্রতিটি গন্ডোলা ১০ জন যাত্রী বহন করতে পারবে। প্রতিবেদনে বলা হয়েছে, গন্ডোলাগুলি ১.৫ থেকে ২ মিনিটের ব্যবধানে আসবে, যা পরিবহণের একটানা প্রবাহ নিশ্চিত করবে। এই সিস্টেমটি প্রতিদিন ১৬ ঘণ্টা চালানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা প্রতিদিনের যাত্রীদের সুবিধা নিশ্চিত করবে। (প্রতীকী ছবি)
advertisement
advertisement