Rahul Gandhi Viral Kiss Video: বাইকে যাচ্ছেন রাহুল গান্ধি, হঠাৎ এগিয়ে এসে সটান চুমু! তারপরেই যা ঘটল, মারাত্মক! 'ভালবাসার দোকানে' গন্ডগোল
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi Viral Kiss Video: বিহারে 'ভোটার অধিকার যাত্রা'য় রাহুল গান্ধির নিরাপত্তায় বড় ধরনের ফাঁক ধরা পড়ল। রবিবার 'বুলেট' নিয়ে রাস্তায় নামেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। আর সেখানেই ঘটল চুমু ও চড় কাণ্ড!
আরারিয়া: বাইক চালিয়ে বিহারের আরারিয়ায় ‘ভোটার অধিকার যাত্রা’য় অংশ নিয়েছেন রাহুল গান্ধি। আর সেখানেই ঘটল চুমু ও চড় কাণ্ড!
বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় রাহুল গান্ধির নিরাপত্তায় বড় ধরনের ফাঁক ধরা পড়ল। রবিবার ‘বুলেট’ নিয়ে রাস্তায় নামেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবও বুলেটে সওয়ার হয়েই সঙ্গী হন রাহুলের। আর সেখানেই একাধিক বার ভিড় ঠেলে রাহুলের কাছাকাছি পৌঁছে যান অনেকে।
advertisement
advertisement
During the Yatra a boy kissed Rahul Gandhi ❤️
Popularity at its Peak 🔥
— Mr. Democratic (@MrDemocratic_) August 24, 2025
স্বল্প গতিতে মোটরসাইকেল চালানো অবস্থায় রাহুলকে জড়িয়ে ধরেন কেউ, কেউ আবার তাঁকে চুম্বন করেন। এমতাবস্থায় ভিড় সামাল দিতে হিমশিম খেতে হল রাহুলের নিরাপত্তারক্ষীদের। আচমকা নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ঢুকে পড়েন এক যুবক। রাহুল গান্ধিকে চুমু খান। সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে দেন নিরাপত্তা কর্মীরা। এমন ঘটনায় চমকে যান কংগ্রেস সাংসদও।
advertisement
আরও পড়ুন: বাস-ট্যাক্সি-ট্রেন-মেট্রো অতীত, এবার যাতায়াত করতে পারবেন রোপওয়ে চড়ে! ভারতের কোন শহরে শুরু হচ্ছে এই গণপরিষেবা?
রাহুলের পাশের বাইকে থাকা নিরাপত্তারক্ষী ওই যুবককে ধরে সপাটে চড় কষান। রাহুলকে চুমু খাওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। SIR-এর বিরোধিতায় ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল। এ দিন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে বাইক ব়্যালি করেন তিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে আচমকাই ঘটে এই ঘটনা। কেউ কিছু বুঝে ওঠার আগেই রাহুলকে জড়িয়ে ধরে চুমু খান লাল জমা পরা এক যুবক। সঙ্গে সঙ্গে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। চলে আসেন কংগ্রেস কর্মীরাও। তাঁদের মধ্যে কয়েকজন যুবককে ধরে চড়-থাপ্পড় মারেন বলেও অভিযোগ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 3:42 PM IST