Maria Sharapova: এ কী দৃশ্য! আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে মারিয়া শারাপোভাকে জড়িয়ে ধরলেন 'চিরশত্রু'! ভিডিও দেখে গোটা বিশ্ব তোলপাড়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Maria Sharapova: টেনিসের হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা। প্রাক্তন রুশ খেলোয়াড়কে সম্মান জানানোর সেই অনুষ্ঠানে যা ঘটল অবিশ্বাস্য! দেখুন সেই ভিডিও...
কলকাতা: টেনিসের হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা। প্রাক্তন রুশ খেলোয়াড়কে সম্মান জানানোর সেই অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে উপস্থিত হন তাঁর এক সময়ের প্রবল প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামস। এককথায় যাঁদের কোর্টে চিরকালের শত্রু বলা হত, তাঁরাই দেখিয়ে দিলেন এক অভিনব দৃশ্য।
২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন তারকা সেরেনা মারিয়ার অনুষ্ঠানে এসে বলেন, ”কয়েক জনই আছে যাঁরা আমায় খেলোয়াড় জীবনে প্রবল লড়াইয়ের মুখে ফেলে দিয়েছিল। মারিয়া শারাপোভা তাঁদের মধ্যে অন্যতম। যখনই দেখেছি ওর বিরুদ্ধে আমাকে খেলতে হবে, অনুশীলনের মাত্রা বাড়িয়ে দিয়েছি।”
From long-time rivals, to forever friends 🫂
Serena Williams introduces Maria Sharapova into the International Tennis Hall of Fame! pic.twitter.com/fa9RRc9Goc
— Tennis Channel (@TennisChannel) August 23, 2025
advertisement
advertisement
#MariaSharapova said she & #SerenaWilliams were “cut from the same cloth” #InductionCelebration pic.twitter.com/UV0fx1I1kC
— Veronica E Bruno (@VBrunoStories) August 23, 2025

advertisement
মঞ্চে মারিয়া ও সেরেনা উইলিয়ামস
আরও পড়ুন: বাস-ট্যাক্সি-ট্রেন-মেট্রো অতীত, এবার যাতায়াত করতে পারবেন রোপওয়ে চড়ে! ভারতের কোন শহরে শুরু হচ্ছে এই গণপরিষেবা?
রাশিয়ার প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বের ওঠার কৃতিত্ব গড়েন শারাপোভা। পাশাপাশি টেনিস দুনিয়ায় মহিলাদের মধ্যে সেই দশ জনের তিনি অন্যতম যাঁদের কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ চারটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলীয় ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেন জয়েরই নজির রয়েছে।
advertisement
আরও পড়ুন: ট্রেনের কামরায় দিনের পর দিন চলছিল এই কাজ, কড়া নজরদারি চালিয়ে যা জানতে পারল RPF অবিশ্বাস্য!
শারাপোভার পাশাপাশি হল অব ফেমে অন্তর্ভুক্ত হন পুরুষদের প্রাক্তন বিশ্বসেরা ডাবলস জুটি মাইক ও বব ব্রায়ান। টেনিস দুনিয়ায় যাঁরা ‘ব্রায়ান ব্রাদার্স’ নামে খ্যাত। অনুষ্ঠানে ছিলেন হল অব ফেমে অন্তর্ভুক্ত মার্টিনা নাভ্রাতিলোভা, জিম কুরিয়র, স্ট্যান স্মিথ ও অ্যান্ডি রডিকের মতো প্রাক্তন খেলোয়াড়েরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 3:05 PM IST