TRENDING:

Bangla News: নিবেদিতা সেতুর নিচে ডাস্টবিনে সদ্যোজাত! শিশুর শরীরে কিলবিল করছে পোকা, বাঁচাল কে জানেন?

Last Updated:

Bangla News: ডাস্টবিন অর্থাৎ রাস্তার পার্শ্ববর্তী আবর্জনা স্তূপ থেকে উদ্ধার সদ্যজাত শিশু! সাত সকালে টোটো চালকের তৎপরতায় সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার বালি নিবেদিতা সেতুর নিচে পুরসভার ডাস্টবিন থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালি, হাওড়া, রাকেশ মাইতি: ডাস্টবিন অর্থাৎ রাস্তার পার্শ্ববর্তী আবর্জনা স্তূপ থেকে উদ্ধার সদ্যজাত শিশু! সাত সকালে টোটো চালকের তৎপরতায় সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার বালি নিবেদিতা সেতুর নিচে পুরসভার ডাস্টবিন থেকে। বুধবার সকালে ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।
advertisement

আরও পড়ুনঃ শাখা-পলা, সিদুঁর, লাল শাড়ি! দিল্লিতে মহুয়া-পিনাকীর জমকালো রিসেপশনে আমন্ত্রিত ছিলেন কারা?

বালি পুরসভার অধীনে সকালে নিবেদিতা সেতুর নিচে পঞ্চানন তলা সংলগ্ন আবর্জনা স্তূপ থেকে জীবিত এক সদ্যোজাত শিশুকে দেখতে পান স্থানীয় এক টোটো চালক। সকাল থেকে মেঘলা আকাশ দারুন বৃষ্টি। প্রচন্ড এই বৃষ্টির মধ্যে ময়লা আবর্জনার মধ্যে পড়ে সদ্যজাত শিশু। টোটো চালক এবং স্থানীয় কয়েকজন এগিয়ে এসে শিশুটিকে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার করেন। শিশুর গায়ে পোকামাকড় জড়িয়ে রয়েছে। অনুমান শিশুটি বেশ কিছুক্ষণ পরে রয়েছে সেখানে। আর দেরি না করে, উদ্ধারকারীরা শিশুটিকে নিয়ে যায় স্থানীয় একটি নার্সিংহোমে। নিয়ে ‌যাওয়ার সঙ্গে কোলে তুলে নেন ওই চিকিৎসা কেন্দ্রের এক মহিলা কর্মী। সেখানেই প্রাথমিকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

এ প্রসঙ্গে এক উদ্ধারকারী সৌমেন মল্লিক জানান, আবর্জনা স্তূপে একটি কাপড়ে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দেখামাত্রই আমরা কয়েকজন এগিয়ে যায়, উদ্ধার করি। উদ্ধারের পর দেখা যায়, শিশুর শরীরে পোকামাকড় জড়িয়ে রয়েছে। কমপক্ষে তিন থেকে চার ঘন্টা বা তারও বেশি সময় ধরে শিশুটি পড়েছিল। ফুলের মত এই কন্যা শিশুকে এভাবে ফেলে গেছে। কে বা কারা এই ধরনের অমানবিক কাজ করেছে। তা হয়ত জানা যেতে পারে। এলাকার সিসিটিভি ঘাটলে জানা যেতে পারে বা দোষীদের চিহ্নিত করা যেতে পারে। ঘটনাস্থলে বালি থানার পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে। কে বা কারা সদ্যজাতক শিশু কন্যাকে ময়লা আবর্জনায় ফেলে গেল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: নিবেদিতা সেতুর নিচে ডাস্টবিনে সদ্যোজাত! শিশুর শরীরে কিলবিল করছে পোকা, বাঁচাল কে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল