আরও পড়ুনঃ আগামী সপ্তাহেও বহাল থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! ভাসবে দক্ষিণের কোন কোন জেলা? জানুন
একই সঙ্গে এবার বায়ু দূষণ রুখতে নতুন পদক্ষেপ আসানসোল পৌরসভার। শহরে এল মিস্টযান। যার মাধ্যমে বায়ুকে পরিশ্রুত করার চেষ্টা চালানো হচ্ছে। আসানসোল পুরনিগমের উদ্যোগে মিস্টযান আনা হয়েছে শহরে। যে মেশিন হাওয়ায় একেবারে ক্ষুদ্র আকারের জলকণা ছুড়ে দিচ্ছে। যার ফলে বাতাসে ভেসে বেড়ানো যে সমস্ত ধূলিকণা বা ধোয়ার সঙ্গে মিশে থাকা বিভিন্ন যে বিষাক্ত পদার্থ রয়েছে, সেগুলি ভারী হয়ে নিচে পড়বে। যার ফলে বিষাক্ত এই সমস্ত ধূলিকণা গুলি থেকে মুক্ত হবে শহরের বাতাস।
advertisement
উল্লেখ্য, আসানসোল পৌরসভা কর্তৃপক্ষের আধিকারিকরা আশা করছেন, এর ফলে শহরের বায়ুর মধ্যে ফিরবে সতেজতা। তাই এমন উদ্যোগ নিয়েছে আসানসোল পুরনিগম। বায়ু দূষণ থেকে শহরবাসীকে মুক্তি দিতে পুরনিগমের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন মানুষ। শহরের বিভিন্ন যানজট পূর্ণ এবং ব্যস্ত রাস্তাগুলিতে বিভিন্ন সময়ে সময়ে এই মিস্টযান চলাচল করবে।
সেখান থেকে হবে বায়ু পরিশ্রুত করার কাজ। মূলত আসানসোল পুরনিগমের দূষণ নিয়ন্ত্রণ বিভাগ এই মিস্টযানের নজরদারি করবে। মূলত গাড়ি চলাচলের ফলে দিনের বেলায় ধোঁয়া থেকে যে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে হাওয়ায় ভাসে, সেই সমস্ত পদার্থ গুলি থেকে বায়ুকে দূষণমুক্ত করার কাজ চালাবে এই আধুনিক যানটি। দুর্গা পুজোর আগে শহরের দূষণ নিয়ন্ত্রণে পৌরসভার এই উদ্যোগে দারুন খুশি মানুষজন।
Nayan Ghosh