TRENDING:

Bangla News: গাছের গর্ত থেকে বেরোচ্ছে রহস্যজনক আওয়াজ, চাঞ্চল্য গোটা এলাকায়

Last Updated:

Bangla News: স্থানীয় মানুষজন হঠাৎই রহস্যজনক আওয়াজ শুনতে পান তারপরই তারা লক্ষ্য করেন একটি গাছের তলায় গর্ত থেকে রহস্যজনক আওয়াজ বের হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামালপুর, মৈনাক দেবনাথ: রহস্যজনক আওয়াজ ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম রেওড়া, গোপালপুর খামারপাড়া এলাকায়। স্থানীয় মানুষজন হঠাৎই রহস্যজনক আওয়াজ শুনতে পান তারপরই তাঁরা লক্ষ্য করেন একটি গাছের তলায় গর্ত থেকে রহস্যজনক আওয়াজ বের হচ্ছে। এরপরই তাঁরা দেখেন সেখান থেকে জলের উপর থেকে কোনও গ্যাস অথবা হাওয়া বের হচ্ছে। আর তারপরেই হচ্ছে আওয়াজ।
advertisement

আরও পড়ুনঃ রাতে দুই বাচ্চাকে নিয়ে ঘুমাতে গেল মা…হঠাৎ ঘুম ভাঙতেই যা দেখতে পেল! গোটা গ্রামে হাহাকার

এলাকাবাসীরা জানাচ্ছেন ওই যে জায়গা দিয়ে যে হাওয়া বেরোচ্ছে, সেই জায়গা দিয়ে কোনও গ্যাসের লাইন যায়নি অথবা সজল ধরার জলের কোন পাইপ লাইনও নেই। ঘটনাটি প্রথমে সকলে স্বাভাবিক মনে করলেও বেশ কয়েহাওয়াধরে একই রকম আওয়াজ হওয়ায় রহস্য ঘনীভূত হচ্ছে। স্থানীয় মানুষজন জানাচ্ছেন দিনের বেলার থেকে রাতের দিকে আওয়াজ যেন বাড়তে থাকছে। বেশ দূর থেকেই শোনা যাচ্ছে এই রহস্যজনক আওয়াজ। কোথা থেকে বের হচ্ছে এই আওয়াজ তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এই অজানা আওয়াজ ঘিরে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন দূরদূরান্ত থেকে মানুষ দেখতে আসছেন। স্থানীয় মানুষজন আগুন লাগিয়ে দেখতে যান সেখানে কোনও বিষাক্ত গ্যাস বেরোচ্ছে কিনা কিন্তু ওই জায়গায় যেখান থেকে আওয়াজটি হচ্ছে সেখানে আগুন নিয়ে যাওয়ার পর আগুনের তীব্রতা বেড়ে যাচ্ছে। সকাল থেকেই উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করেছেন এলাকায়। পুলিশ প্রশাসনকে খবর দেবে বলেও জানিয়েছেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: গাছের গর্ত থেকে বেরোচ্ছে রহস্যজনক আওয়াজ, চাঞ্চল্য গোটা এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল