জানা গিয়েছে, লালবাগ মহকুমা রেজিষ্ট্রি অফিসের পাশে একটি জলের ট্যাঙ্ক ছিল। PHE জায়গায় অবস্থিত সেই ট্যাঙ্ক ভাঙার কাজ করছিল কিছু শ্রমিক। ভাঙার পরে জেসিপি মেশিন দিয়ে মাটি ঘোড়ার সময়ে ক্লোরোনিন গ্যাস সিলিন্ডার ফেটে লিক করতে থাকে। ধোঁওয়াতে ঢেকে যায় এলাকা। পুড়ে যায় গাছ, অসুস্থ হয়ে পড়ে জীবজন্তু। ধোঁওয়ার ফলে প্রায় ১৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
advertisement
আরও পড়ুন: বর্ষার আগে দারুণ উদ্যোগ যাদবপুরের বিধায়ক ও কাউন্সিলরের, জানুন
গুরুতর অসুস্থ অবস্থায় ১৪ জনকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য। অন্যদিকে, একজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে লালবাগ মহকুমা হাসপাতালে পৌঁছয় মুর্শিদাবাদ পৌরসভার ভাইস চেয়ারম্যান মেহিদী আলম মির্জা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালবাগ দমকলের একটি ইঞ্জিন। দমকল বিভাগের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: ৩০ বছর ধরে পুরুষের ছদ্মবেশে রয়েছেন এই মহিলা, কারণ শুনলে চমকে উঠবেন!
দমকল আধিকারিকরা জানান, PHE জায়গায় অবস্থিত এই গ্যাস সিলিন্ডার মূলত জলের ট্যাঙ্কের কাজে ব্যবহৃত করা হয়। জলকে পরিশ্রুত করতেই এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে জলের ট্যাঙ্ক ভাঙার পরে এলাকা পরিষ্কার করছিল জেসিবি মেশিন দিয়ে। তখনই গ্যাস সিলিন্ডার লিক করতে থাকে। ধোঁওয়াতে ঢেকে যায় এলাকা। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
কৌশিক অধিকারী