আর তা যদি হয় স্বল্প খরচে এবং ফলপ্রসূ তাহলে তো মানুষের আগ্রহ থাকবেই। ঠিক তেমনই স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ড: প্রতীপ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দ্যেশ্যে তাঁর সহধর্মিনী রিংকু বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজন করা হল হোমিওপ্যাথি চিকিৎসার বিশেষ পরিষেবার।
আরও পড়ুন: ‘কখনও মেনে নিতে পারি না’, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়
ঔষধের ব্যবহার পদ্ধতি মর্ডান হোমিওপ্যাথি সম্পূর্ণ তাঁদের নিজস্ব উপলব্ধি, রোগীর সঙ্গে দীর্ঘ আলোচনা এবং তাঁদের মন মানসিকতা শুনে বুঝে আগে যে পদ্ধতিতে এই চিকিৎসা হত তাঁর অবসান ঘটিয়ে স্বল্প সময়ে ফলপ্রসূ চিকিৎসা পরিষেবা তাঁরা দিয়ে থাকেন। জটিল থেকে জটিলতম রোগ যেমন টিউমার, সিস্ট, ক্যানসার, চর্মরোগ, কিডনি রোগ, হরমোন জনিত রোগ, ক্রনিক রোগ, পেটের রোগ, মহিলাদের রোগ, পুরুষদের রোগ, শিশুদের রোগ, হার্টের রোগ, নাক কান গলা এমনকী মানসিক রোগ মোটামুটি সর্ব ধরনের রোগেরই চিকিৎসা করা হয়ে থাকে।
advertisement
আরও পড়ুন: কাশতে কাশতে মনে হচ্ছে মরে যাবেন? এই ‘শুঁঠ’ খেলে কাশি কমবেই! জানুন ডাক্তারের মত
তবে সারা রাজ্যের নিরিখে কলকাতায় মিলত এই পরিষেবা কিন্তু শুধুমাত্র মানবিকতার কারণে এবং প্রান্তিক মানুষজনের কথা ভেবেই ইদানিং মাঝেমধ্যে বিভিন্ন জেলায় পৌঁছনো হচ্ছে। স্বল্পমূল্যের এই চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি একাধিক স্থানীয় মানুষ। অনেকেই জানাচ্ছেন, তাঁদের এ ধরনের ডাক্তারবাবুদের সান্নিধ্য পেতে বেশ সময় লাগে এবং সুদূর কলকাতায় যাওয়াও সম্ভব হয় না। কিন্তু তাঁরাই আজ শান্তিপুরে উপস্থিত হওয়ার কারণে তাঁরা উপকৃত। স্থানীয় সূত্রে জানা যায়, ইংরেজি মাসের প্রতি তৃতীয় শুক্রবারে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সূত্রাগড় শ্রীকৃষ্ণ ভবনে মিলবে এই উন্নত হোমিও চিকিৎসা পরিষেবা।
Mainak Debnath