মন্ত্রী ঠাকুরবাড়িতে এসে প্রথম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন। এরপর তিনি চলে যান নাট মন্দিরে। সেখানে রাস অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অজয় মিশ্র টেনি বলেন, মতুয়াদের নাগরিকত্ব জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভাতে কথা বলেছেন।
আরও পড়ুন: এই মহিলাকে চেনেন? যদি আসল পরিচয় জানেন আর আয় শোনেন, নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না
advertisement
শান্তনু ঠাকুরও চেষ্টা করছেন। মন্ত্রী এও বলেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার যে প্রক্রিয়া সেটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যে সমস্ত মতুয়া ধর্মালম্বী মানুষের এখনও ভারতীয় পরিচয় পত্র নেই, তারা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের সই করা কার্ড ব্যবহার করে বিনা বাধায় দেশের যে কোন প্রান্তে যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুন: সাংবাদিকের সঙ্গে এ কী অবস্থা! পরকীয়ায় জড়িয়েছেন! বিয়ে ভাঙছে লিও মেসির?
সে ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন্ত্রী জানিয়েছেন, শান্তনু ঠাকুর ও তিনি স্বয়ং তাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই সিএএ লাগু হবে বলেও জানান কেন্দ্রীয় এই মন্ত্রী। দীর্ঘদিন ধরে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত ছিল মতুয়ারা, সেই সমস্ত প্রকল্পের সুবিধাও তারা পাবেন। যারা ২০১৪ সালের আগে এদেশে এসেছিলেন তারা সকলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যাদের কাছে কোন নথিপত্র নেই, তারাও আবেদন করতে পারবেন বলে জানান মন্ত্রী। ততদিন পর্যন্ত মতুয়ারা শান্তনু ঠাকুরের সই করা কার্ড নিয়েই সমস্ত কাজ চালাতে পারবেন। ফলে আতঙ্কের কোন কারণ নেই বলেই আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
—— Rudra Narayan Roy