TRENDING:

Bangla News: মর্মান্তিক! উদ্ধার করে এনেছিল বন দফতর! সেখানেই মৃত্যু একাধিক পাখির, কেন?

Last Updated:

Bangla News: কী কারণে পাখিগুলির মৃত্যু হয়েছে, সেই কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, এলাকায় চাঞ্চল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান : পাখি মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রূপনারায়ণপুরে। রূপনারায়ণপুর বন দফতরের অফিসে থাকা খাঁচাতেই মৃত্যু হয়েছে একাধিক বদ্রি পাখির। যদিও হঠাৎ কী কারণে পাখিগুলির মৃত্যু হয়েছে, সেই কারণ এখনও জানা যায়নি।
advertisement

আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর। পাখিগুলির মৃত্যুর কারণ জানতে করা হবে ময়নাতদন্ত।

জানা গিয়েছে, আসানসোল (টি) রেঞ্জের অন্তর্গত রূপনারায়নপুর বন দফতরের খাঁচায় রাখা হয়েছিল একাধিক বদ্রি পাখি। মূলত রানিগঞ্জ এলাকা থেকে পাখিগুলিকে উদ্ধার করা হয়েছিল। বদ্রি পাখির পাশাপাশি একাধিক টিয়া পাখিকে উদ্ধার করে আনা হয়েছিল। যদিও পরে টিয়া পাখিগুলিকে ছেড়ে দেওয়া হয়। একইসঙ্গে আরও বেশ কিছু বদ্রি পাখি দুটি পার্ক কর্তৃপক্ষের হাতে আগেই তুলে দেওয়া হয়েছিল। আর কিছু বদ্রি পাখি থেকে গিয়েছিল বন দফতরের খাঁচায়।

advertisement

আরও পড়ুন: বাবা হওয়ার পথে গুপ্ত ঘাতক ডায়াবেটিস! কেড়ে নেয় শারীরিক সম্পর্কের ইচ্ছা, বাঁচার পথ কী?

View More

বন দফতরের তত্ত্বাবধানে এই সমস্ত বদ্রি পাখিগুলি ছিল। কিন্তু তারপরেই হঠাৎ করে দেখা যায় খাঁচাতে মৃত্যু হয়েছে একাধিক বদ্রি পাখির। তবে কী কারণে পাখিগুলির মৃত্যু হয়েছে, সেই কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পাখিগুলির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার তমালিকা চাঁদ।

advertisement

আরও পড়ুন: শারীরিক মিলনের ঠিক আগে ও পরে কি প্রস্রাব করা উচিত? জানুন চিকিৎসকের মত! ‘এই’ ভুলেই নষ্ট কত পরিবার

সূত্রের খবর, পাখিগুলির জীবন রক্ষা করতে এবং সেগুলির সঠিক তত্ত্বাবধানের জন্যই বন দফতর সেগুলিকে উদ্ধার করে এনেছিল। রানীগঞ্জ এলাকা থেকে একসঙ্গে উদ্ধার করা হয়েছিল একাধিক টিয়া পাখি এবং বদ্রি পাখি। প্রথমে টিয়া পাখিগুলিকে ছেড়ে দেওয়া হয়। তারপর শহরের দুটি পার্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় বেশ কিছু বদ্রি পাখি। বাকি থাকা বদ্রি পাখিগুলিকেও অন্য জায়গায় স্থানান্তরের ব্যাপারে আলোচনা চলছিল বলে খবর। কিন্তু তার মধ্যেই এই পাখিগুলির মৃত্যু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মর্মান্তিক! উদ্ধার করে এনেছিল বন দফতর! সেখানেই মৃত্যু একাধিক পাখির, কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল