কী হয়েছিল সেদিন? টাকা চুরি করার অভিযোগ তুলে গৃহবধূকে মারধর করে স্বামী ও তাঁর মামা শ্বশুর (Bangla News)। এমন মারা হয় যে ঘটনাস্থলেই প্রাণ হারায় মা। মায়ের উপরের রাগ পড়ে ছোট্টি সন্তানের উপরেও। তাকেও মারধর করে মেরে ফেলা হয়। শুক্রবার মা ও তাঁর ছোট বাচ্চাকে মারধর করে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামী ও এক আত্মীয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঘাটাল আদালত।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনের জলদস্যুদের যম, অসীম সাহসী এই বাঙালি IPS-এর কীর্তি শুনলে চমকে উঠবেন!
উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাঁচবেড়িয়া এলাকায় ২০১৫ সালের ৫ নভেম্বর সোনালি পড়িয়া নামে এক গৃহবধূকে তাঁর স্বামী দিপু পড়িয়া ও যোগেন হেমব্রম নামে মামা শ্বশুর টাকা চুরির অভিযোগ তুলে বেধড়ক মারধর করে। এমনকী খুন করে দুটি দেহই ফেলে দেওয়া হয় বাড়ি লাগোয়া কলাবাগানে। মারধর করা হয় সোনালি পড়িয়ার ছোট্ট মেয়ে বৌশাখি পড়িয়াকেও।
আরও পড়ুন: কলকাতায় এবার কিক বক্সিং-এর জাতীয় প্রতিযোগিতা, কোথায়-কবে? জানুন
এই ঘটনা তদন্তে নেমে দাসপুর থানার পুলিশ অভিযুক্ত দিপু ও যোগেনকে গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ৩০২, ২০১, ৩২৬ আই পিসি-সহ একাধিক ধারায় মামলা রুজু করে। অবশেষে সেই ঘটনায় শুক্রবার অভিযুক্তদের সাজা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত। এদিন ঘাটাল অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মার এজলাসে এই মামলার রায়দান হয়।
সুকান্ত চক্রবর্তী