TRENDING:

Bangla News: মা বলছেন 'নির্দোষ', বাবা বলছেন 'দোষী হলে শাস্তি হোক', যাদবপুর কাণ্ডে সরগরম কুলতলি

Last Updated:

Bangla News: ঘটনায় যুক্ত থাকলে শাস্তি হোক, দাবি ‌যাদবপুর কাণ্ডে কুলতলি থেকে ধৃত প্রাক্তনীর বাবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলতলি: যাদবপুরের ঘটনায় বুধবার ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে অভিযুক্ত হিসেবে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি এলাকার বাসিন্দা যাদবপুরের পড়ুয়ার নাম উঠে এসেছে। তবে এই ঘটনার সঙ্গে ওই ছাত্র কোনওভাবেই জড়িত নয় বলে জানিয়েছে তার মা। তবে তার বাবার দাবি, ”আমার ছেলেও প্রথম বর্ষে র‍্যাগিংয়ের শিকার হয়েছিল। যদি কোনও ভাবে আমার ছেলের জড়িত থাকে তাহলে সে উপযুক্ত শাস্তি পাবে।”
advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে গ্রেফতার হয় ওই পড়ুয়াকে। যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর পরের দিনই বাড়ি ফেরে সে। বাড়িতে মাঝেমধ্যে আসত সে। যাদবপুরের সে দিনের ঘটনা নিয়ে বাড়িতে আলোচনাও করেন তিনি। তবে এই ঘটনার সঙ্গে জড়িত বলে তার আচার আচরণে কোনও প্রভাব পড়েনি বলেই জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা।

advertisement

অভিযুক্ত ওই ছাত্রের পরিবার সূত্রে খবর, সে বাড়িতে বলে গিয়েছিল থানা থেকে ডেকেছে। জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডাকা হয়। গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরে সে। এরপর গভীর রাতে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

View More

আরও পড়ুন: যাদবপুরের মতোই হুগলির পড়ুয়ার মৃত্যু ভিন রাজ্যের হস্টেলের ছাদ থেকে পড়ে! হচ্ছে না তদন্ত

advertisement

তবে এ ব্যাপারে কুলতলির ওই পড়ুয়ার মা বলেন, ‘আমার ছেলে নির্দোষ। এই ঘটনার সঙ্গে ও যুক্ত নয়। ও বাড়িতে এসেছিল। সবার সঙ্গে কথাবার্তা, গল্প করেই কাটাত। ওর আচরণে অন্য কোনওরকম বিষয় লক্ষ্য করা যায়নি।’

আরও পড়ুন: বীরভূমে কি তবে শেষের পথে অনুব্রত-রাজ? বাজিমাত কাজল শেখের! তুঙ্গে জল্পনা

তাঁর দাবি, ”ওইদিন কী ঘটনা ঘটেছে সেটা আমাদের বলেছিল। কী দেখেছে সেটাই আমাদের বলেছিল। এর বেশি কিছু নয়। তবে ওই পড়ুয়ার বাবা জানান, ”আমার ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকত। তার তৃতীয় বর্ষের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। এরপর ওই একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার পরিকল্পনা করেছিল সে। আগামিদিনে ফের উচ্চতর শিক্ষার জন্য যাদবপুরেই ভর্তি হওয়ার কথা ছিল তার।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মা বলছেন 'নির্দোষ', বাবা বলছেন 'দোষী হলে শাস্তি হোক', যাদবপুর কাণ্ডে সরগরম কুলতলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল