কারা পঞ্চায়েত থেকে জেলা পরিষদের সদস্য, তাদের নাম, নম্বর থেকে শুরু করে ই-মেল আইডি পর্যন্ত সবকিছু দেওয়া রয়েছে এই অ্যাপে। জানা গিয়েছে, জেলাশাসক বিধান রায়ের নির্দেশে গত দু’বছর ধরে পরীক্ষামূলকভাবে এই পেজ তৈরি করা হয়েছে। এই কাজে সাফল্যও এসেছে।
advertisement
আরও পড়ুনঃ জামিন পেলেও মাফ নয়! যাদবপুরের ছাত্র মৃত্যুতে গ্রেফতার ৬ পড়ুয়ার বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত
জেলাশাসক বিধান রায় জানান, এই পেজ থেকে যে কেউ পঞ্চায়েতের যাবতীয় তথ্য, পঞ্চায়েতের উল্লেখযোগ্য কাজ সব কিছু পেয়ে যাবেন। এমন একটি অ্যাপ সকলের কাছে দিন দিন অপরিহার্য হয়ে উঠেছে। নতুন পঞ্চায়েত গঠনের পর এই পেজ সকলের কাছে একটি সম্পদ হয়ে উঠেছে।
পঞ্চায়েত আসে এবং যায় কিন্তু তার সমস্ত তথ্য পঞ্চায়েতের হাতে সব সময় থাকে না। তাই একটি তথ্য ভাণ্ডার করার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। যাতে কোন পঞ্চায়েতের কোন আসনে কে সদস্য হয়েছেন, অথবা জেলা পরিষদের জয়ী প্রার্থী কে, কর্মাধ্যক্ষদের কার কী নাম সমস্ত কিছুই নথিভুক্ত করা হয়েছে এখানে। দ্বিতীয় ক্ষেত্রে থাকছে কোন পঞ্চায়েত কারা সরকারি কর্মী, সঙ্গে তাদের পর্যায়ক্রমিক অবস্থান।
এ রকম একটি অ্যাপ কার্যকর হওয়ায় জেলার যে কোনও পঞ্চায়েতের যে কোনও তথ্য, যে কেউ নিজের প্রয়োজনে বাড়িতে বসেই পেয়ে যাবেন। এমনকি কর্মীদের whats app নম্বরে কিছু বার্তা পাঠানোর সুযোগ পর্যন্ত দেওয়া রয়েছে এখানে।
সৌভিক রায়