উত্তর ২৪ পরগনার বসিরহাট, বাদুড়িয়া, তারাগুনিয়া, স্বরূপনগর সহ বেশ কয়েকটি জায়গায় ইছামতি নদীর ঘাট গুলোতে দেখা যাবে, নিত্যযাত্রীরা নদী পার হচ্ছেন হেঁটে অথবা অনেকেই সাইকেল ঘাড়ে নিয়ে পারাপার হচ্ছেন। আর মাঝি মোল্লাদের নৌকা নদীর চরে বাধা আছে, যা নদীর চরে আটকে রয়েছে। নদীর চরে এমনই ভিন্ন ছবি দেখা গেল ইছামতি নদীর প্রাণকেন্দ্রগুলোতে।
advertisement
আরও পড়ুন: শুধু স্ত্রী নন, পরিবারের ১৩ জনের সরকারি চাকরি, সুজনকে নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ
সাধারণ নিত্যযাত্রী থেকে মাঝি মোল্লাদের দাবি দীর্ঘদিন ইছামতি নদী সংস্কার না হওয়ার পলি জমেছে, যার ফলে নদীর গতিপথ হারিয়েছে। ইছামতি নদীর দৈর্ঘ্য ৩৭৪ কিলোমিটার যেখানে নদিয়া, উত্তর ২৪ পরগনা , বাংলাদেশের চারটি জেলা সংযুক্তি রয়েছে। বিশেষ করে বনগাঁ এবং বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ইছামতির অনেক বেশি দৈর্ঘ্য।
আরও পড়ুন: ছিলেন বিমান বসু, কলকাতায় বামেদের মিছিলে এ কী কাণ্ড ঘটল! ২০২১-এর পর এই প্রথম
গরম পড়তে না পড়তে আগেই নদীর জল শুকাতে শুরু করেছে পাশাপাশি দীর্ঘদিন পলি জমে নদীর নব্যতা হারিয়েছে। এর ফলে শঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা। অন্যদিকে অনেকেই নদীর উপর জীবিকা নির্বাহ করে মাছ করেন কিংবা কৃষি জমির উপর জল ঢুকিয়ে বিভিন্ন ফসল ফলান। নদীর এমন দশায় চিন্তিত কৃষক-মৎস্যজীবীদের পাশাপাশি ইছামতীর তীরের সাধারণ মানুষ।
----জুলফিকার মোল্যা