TRENDING:

Bangla News: জানেন কি উত্তর ২৪ পরগনা জেলার এই শহরের নাম বসিরহাট কেন? রয়েছে অদ্ভুত এক কারণ

Last Updated:

Bangla News: এক সময় নুন ব্যবসার এক জমজমাট কেন্দ্র হয়ে ওঠে বসিরহাট। কেন এমন নাম হল শহরটির জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: বসিরহাট শহরের নামকরণের ইতিহাস জানুন। উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের একটি শহর বসিরহাট। ইছামতী নদীর তীরে বসিরহাট শহরের সঙ্গে জড়িয়ে আছে একাধিক ইতিহাস। ১৮৫৭ সালে পলাশীর যুদ্ধের পর ইন্ডিয়া কোম্পানির সাহায্যে পরবর্তী নবাব হলেন মীরজাফর।
বসিরহাট
বসিরহাট
advertisement

তিনি লর্ড ক্লাইভের হাতে তুলে দিয়েছিলেন বাংলার কয়েকটি অঞ্চল। তার মধ্যেই ছিল বসিরহাট এবং সেই থেকে বসিরহাট একটি মহকুমা হিসেবে চিহ্নিত হয়। এক সময় নুন ব্যবসার এক জমজমাট কেন্দ্র হয়ে ওঠে বসিরহাট। পাশের বাগুন্ডি গ্রামে ইংরেজ কোম্পানি ব্যবসার সুবিধার্থে ‘সল্ট সুপারিন্টেন্ডেন্ট’ অফিস গড়ে তোলে। সেসময় ইছামতীর জল থেকে তৈরি হত লবন।

advertisement

আরও পড়ুন: অমিতাভের বাড়িতে বসেই বড় দাবি মমতার! বিগ-বি এবার ভারতরত্ন? রাখির দিনই শুরু জল্পনা

View More

তবে এই শহর বসিরহাটের নামকরণের আছে একাধিক ইতিহাসের ইতিকথা। নামকরণের ইতিহাস অতি প্রাচীন হলেও তা নিয়ে বিতর্ক আছে বিস্তর। কেউ বলেন, ‘বশি’ মানে নুন। বসিরহাটে যে একটা সময়ে নুনের বাণিজ্য চলত তার থেকেও নামকরণ হতে পারে। কিছু লোক বলেন, বাঁশের হাট থেকে এরকম নাম হয়েছে।

advertisement

আরও পড়ুন: তরুণী হৃদয়ে ঝড় তুলেও হারিয়ে গিয়েছেন; দুর্ঘটনায় পা অবশ হয়েছিল! আজ কোথায় ‘রোজা’ নায়ক অরবিন্দ স্বামী?

‘বসতি’ থেকেও বসিরহাট নামটা আসতে পারে, এই সম্ভাবনার কথাও বলেছেন কিছু মানুষ। আবার কারও কারও মতে, বসির মহম্মদ বা বসির খানের থেকে গোটা অঞ্চলের নাম হয়েছে বসিরহাট। মধ্যযুগে এখানে বসিরের নামে হাট বসত বলে একটা মত চালু আছে।

advertisement

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: জানেন কি উত্তর ২৪ পরগনা জেলার এই শহরের নাম বসিরহাট কেন? রয়েছে অদ্ভুত এক কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল