তরুণী হৃদয়ে ঝড় তুলেও হারিয়ে গিয়েছেন; দুর্ঘটনায় পা অবশ হয়েছিল! আজ কোথায় 'রোজা' নায়ক অরবিন্দ স্বামী?

Last Updated:

Arvind Swamy: ২০০৫ সালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। ফলে দীর্ঘ সময় পা অবশ হয়ে গিয়েছিল অরবিন্দ স্বামীর।

অরবিন্দ স্বামী
অরবিন্দ স্বামী
কলকাতা: মাত্র ২০ বছর বয়সে রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। এমনকী কেরিয়ারের শুরুতেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু এক দুর্ঘটনা বদলে দিয়েছিল তাঁর ভাগ্য। রূপকথার মতো রুপোলি দুনিয়াকে বিদায় জানাতে হয়েছিল। কথা হচ্ছে, ‘রোজা’ অভিনেতা অরবিন্দ স্বামীর বিষয়ে। অভিনয় জগৎকে বিদায় জানিয়ে রীতিমতো বিশাল এক ব্যবসায়িক সাম্রাজ্য করে তুলেছিলেন তিনি। আজ তাঁর গল্পই শুনে নেওয়া যাক।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত বড় নাম অরবিন্দ স্বামী। ১৯৯১ সালে মাত্র ২০ বছর বয়সে ‘তলপতি’ ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পদার্পণ করেছিলেন তিনি। ওই ছবিতে মহাভারতের অর্জুনের দ্বারা অনুপ্রাণিত এক চরিত্রে অভিনয় করে ভক্তদের মন জিতে নিয়েছিলেন অভিনেতা। এর পর ১৯৯২ সালে সুযোগ আসে ‘রোজা’ ছবিতে অভিনয় করার। এই ছবিতে অভিনয় করে আরও একবার মুগ্ধ করেন দর্শকদের।
advertisement
১৯৯৫ সালে অভিনয় করেছিলেন ‘বম্বে’ নামে আরও একটি ছবিতে। এই দুই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী। ফলে মোড় ঘুরে যায় কেরিয়ারের। তাঁর ঝুলিতে রয়েছে আরও অনেক হিট ছবি। কাজ করেছেন মণীষা কৈরালা, কাজল এবং কঙ্গনা রানাউতের মতো বহু প্রতিভাবান অভিনেত্রীর সঙ্গে।
advertisement
আরও পড়ুন: দিল্লিতে অ্যামাজনের ম্যানেজারকে গুলি করে খুন, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি চালায় ৫ জন!
তবে সময় তো আর এক থাকে না। অরবিন্দ স্বামীর কেরিয়ারে এমন একটা সময় আসে, যখন তাঁর সমস্ত ছবিই ফ্লপ হতে শুরু করে। এমনকী হাতছাড়া হতে থাকে একের পর এক মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগও। কেরিয়ার গ্রাফ যখন নিচের দিকে যেতে দেখে অভিনয় দুনিয়াকে একপ্রকার বিদায় জানান তিনি। খারাপ সময়ের এখানেই শেষ নয়, ২০০৫ সালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। ফলে দীর্ঘ সময় পা অবশ হয়ে গিয়েছিল তাঁর। প্রায় ৪-৫ বছর ধরে চলেছিল চিকিৎসা।
advertisement
আরও পড়ুন: সেদিন গায়ে ধুম জ্বর নিয়েই অনিলের সঙ্গে রোম্যান্সে মেতেছিলেন শ্রীদেবী, বনির না শোনেননি! বলিউড ভুলতে পারবে না
এর পর বাবাকে ব্যবসায় সাহায্য করতে শুরু করেছিলেন অরবিন্দ স্বামী। আর এখানেই জীবনের মোড় ঘুরে যায় তাঁর। ব্যবসায় সাফল্য লাভ করে আজ কোটিপতি হয়েছেন তিনি। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, অরবিন্দ স্বামীর কোম্পানি ২০২২ সালে আয় করেছে প্রায় ৩৩০০ কোটি টাকা। তবে আজও কিন্তু অরবিন্দ স্বামীর অভিনয় নিয়ে পাগল ভক্তরা।
advertisement
ফলে প্রায় এক দশক পরে ফিরেছিলেন অভিনয় জগতে। ২০২৩ সালে ‘কদল’ ছবির হাত ধরে প্রত্যাবর্তন করেন তিনি। এরপর ২০২১ সালে জয়ললিতার জীবনের উপর ভিত্তি করে তৈরি ‘তালাইভি’ ছবিতে এমজিআর-এর ভূমিকায় তাক লাগিয়েছিলেন অভিনেতা। ছবিতে তাঁর অভিনয় পছন্দ করেছেন ভক্তরা। অরবিন্দ স্বামীকে শেষ দেখা গিয়েছিল ‘কাস্টডি’ ছবিতে। যদিও তাঁর হাতে রয়েছে আরও অনেক ছবির কাজ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তরুণী হৃদয়ে ঝড় তুলেও হারিয়ে গিয়েছেন; দুর্ঘটনায় পা অবশ হয়েছিল! আজ কোথায় 'রোজা' নায়ক অরবিন্দ স্বামী?
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement