সোমবার রাতে সেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মন্দির থেকে ১০ ভরি সোনা ও ৫ কিলো রুপো চুরি গিয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ, যে গয়নার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
আরও পড়ুনঃ তিহাড়ে বন্দি অনুব্রত, কীভাবে হচ্ছে ‘কেষ্টকালী’ পুজো? যা বলছেন স্থানীয়রা…
গ্রামেই রায়পাড়ায় রয়েছে আরও একটি মন্দির। সেখানে মা কালী ‘ছোট মা’ নামে পরিচিতা। সেই মন্দির থেকেও সোমবার রাতে চুরি যায় ১ ভরি সোনা এবং ৪ ভরি রুপোর গয়না। ওর গ্রামের নতুন পাড়ায় রয়েছে ‘বড় মা’-য়ের মন্দির। সেখানে ৩৫০ বছর ধরে হয়ে আসছে বড় মায়ের পুজো।
advertisement
এ দিন রাতে সেই মন্দিরে দুঃসাহসিক চুরি হয়। ৫ ভরি সোনা ও ১০০ ভরি রুপোর গয়না চুরি হয়ে গিয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সব মিলিয়ে একই এলাকায় পর পর তিনটি মন্দিরে ঠাকুরের গয়না চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শরদিন্দু ঘোষ