আরও পড়ুন: মালাইকা থেকে করণ, জাহ্নবী থেকে করিনা! কাকে ছেড়ে কার ফ্যাশন দেখবেন?
রেল সূত্রে খবর, ট্রেনের চাকার সঙ্গে ব্রেকশু জ্যাম হয়ে গিয়েছিল। আর তার জেরে বিপত্তি ঘটে। ঘর্ষণের ফলে সামান্য আগুন লাগে বলে বিশেষজ্ঞরা জানান। আর তা থেকে ধোঁয়ার সৃষ্টি হয় । তাই ট্রেন প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকে স্টেশনে। রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়পত্র দেয় পরীক্ষা করার পর। এরপর ট্রেনটি আবার যাত্রী নিয়ে হাওড়ার দিকে রওনা হয়।
advertisement
আরও পড়ুন: 'কফি ইউথ করণ'-এর কাউচে এবার বড় চমক, দেখা যাবে টলিউড তারকাদের!
স্টেশন মাস্টার তপন বিশ্বাস বলেন, ব্রেক বাইন্ডিং এর ঘর্ষনের ফলে চাকা গরম হয়ে অল্প ধোঁয়া বেরিয়েছিল। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। বেশ কিছুক্ষন অপেক্ষা করার পর ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় লোকাল ট্রেনটি। এই ঘটনার পর পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, সকালে ট্রেনটি অম্বিকা–কালনা স্টেশনে দাঁড়িয়ে ছিল। চাকার সঙ্গে ব্রেকশুর ঘর্ষণে ধোঁয়া বের হয়। তবে রেলকর্মীরা তা মেরামত করেছেন। তারপর ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা দেয়। কাটোয়া থেকে আসছিল ডাউন লোকালটি।
মালবিকা বিশ্বাস