আগুনের তীব্রতা এতটাই ছিল খড়গপুর এবং সালুয়া থেকে দুটি ইঞ্জিন এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের জেরে ভিতরে থাকা প্রত্যেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় গোটা ক্যাম্পাস জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: যত বার ডাকবে ততবার যাব, ইডির তলবের পরেই বিস্ফোরক সায়নী ঘোষ
advertisement
প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগেও খড়গপুর আইআইটি-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বছর দুয়েক আগে ক্যাম্পাসের ভিতরে অবস্থিত হেলিপ্যাডে আগুন লেগে সেখান থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে। প্রায় ১ কিলোমিটার জায়গায় ছড়িয়ে পড়েছিল আগুন। তা নজরে আসামাত্রই কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। ততক্ষণে অবশ্য আগুন ছড়িয়ে পড়ে অনেকটাই। ক্ষয়ক্ষতিও হয়।
আরও পড়ুন: বাজারে সবজির আকাশছোঁয়া দাম! নিয়ন্ত্রণে আনতে কড়া সিদ্ধান্ত নিল নবান্ন
দমকলের ২টি ইঞ্জিন আইআইটি ক্যাম্পাসে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই ঘটনার পর আবার আগুন খড়গপুরে আইআইটি-তে।