Vegetable Price Hike: বাজারে সবজির আকাশছোঁয়া দাম! নিয়ন্ত্রণে আনতে কড়া সিদ্ধান্ত নিল নবান্ন

Last Updated:

Vegetable Price Hike: বাজারে প্রায় সব সবজির দাম আকাশছোঁয়া। টমেটোর দাম গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছিল

কড়া সিদ্ধান্ত নিল নবান্ন
কড়া সিদ্ধান্ত নিল নবান্ন
কলকাতা: সবজি থেকে শুরু করে মশলাপাতি, শেষ কয়েকদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সবকিছুর দাম। বাজারে প্রায় সব সবজির দাম আকাশছোঁয়া। টমেটোর দাম গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছিল। শেষ এক সপ্তাহে বাকি সবজির দামও বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে এদিন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নবান্নের মুখ্যসচিব উচ্চপর্যায়ের বৈঠক করেন।
সেই বৈঠকে ই বিভিন্ন বাজারে বাজারে টাস্ক ফোর্স যাওয়ার নির্দেশ দেন মুখ্যসচিব। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নজরদারি বাড়ানোর নির্দেশও দেন মুখ্য সচিব। তারপরেই আগামীকাল থেকে শুরু হচ্ছে বাজারে বাজারে পরিদর্শন। মূলত, মুখ্যমন্ত্রীর নির্দেশেই মুখ্য সচিব দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আজ জরুরি বৈঠক হয় নবান্নে। দ্রব্যমূল্য বৃদ্ধি দশ দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে তেমনটাই আশা করছে রাজ্য।
advertisement
নবান্নের তরফে জানানো হয়েছে, সুফল বাংলার মাধ্যমে নির্দিষ্ট মূল্যে পাওয়া যাচ্ছে সবজি। তবে সব বাজারের দিকে তাকালে কার্যত পকেটে টান পড়ছে মধ্যবিত্ত সমাজের। জিরের দামও এখন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বাজারে এই মুহূর্তে গোটা সাধারণ জিরের দাম প্রতি কেজি ৮০০থেকে ৮৫০ টাকা। তবে জিরের দাম মাস খানেকের মধ্যে এক হাজার টাকা প্রতি কেজিতে পৌঁছনর সম্ভাবনা রয়েছে বলে বক্তব্য পোস্তা বাজারের ব্যবসায়ীদের।
advertisement
advertisement
কিন্তু কেন এতটা চড়া জিরের দাম? জানা গিয়েছে, গতবার প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির জন্য জিরের ফলনে কম হয়েছিল। এবার জিরের ফলন গতবারের থেকে বেড়েছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অত্যধিক অনাবৃষ্টির জিরের ফলন একেবারে হয়নি বলা চলে। যার ফলে সেই দেশগুলিতেও জিরে রফতানি বেড়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vegetable Price Hike: বাজারে সবজির আকাশছোঁয়া দাম! নিয়ন্ত্রণে আনতে কড়া সিদ্ধান্ত নিল নবান্ন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement