Sayani Ghosh Reaction : যত বার ডাকবে ততবার যাব, ইডির তলবের পরেই বিস্ফোরক সায়নী ঘোষ
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Sayani Ghosh Reaction : সায়নী বলেন, 'নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রচুর যুবকের ভবিষ্যৎ জড়িয়ে, এমন গুরুত্বপূর্ণ তদন্তে আমি সহযোগিতা করব।'
কলকাতা: ইডির তলবের পরেই বিস্ফোরক সায়নী ঘোষ। তৃণমূলের যুবনেত্রী এদিন বলেন, ‘আমি পালিয়ে বেরোবো কেন? যতবার ডাকবে ততবার যাব। ৫ জুলাই আবার যাব। ভোটের প্রচারের মুখে বারবার ডাকায় অসুবিধা তো হচ্ছে। কিন্তু কী করব? আমি একা নই। দলের অনেক নেতাকেই এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। একটা বড় শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে এরকম পরিস্থিতি আসেই। দল পাশে আছে।নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রচুর যুবকের ভবিষ্যৎ জড়িয়ে, এমন গুরুত্বপূর্ণ তদন্তে আমি সহযোগিতা করব।’
পাশাপাশি তিনি এও বলেন, ‘কাল অত্যন্ত সৌজন্যমুলক ব্যবহার করেছেন ইডির অফিসাররা। আরও কিছু নথি বাকি রয়ে গেছে। নিয়ে যেতে বলা হয়েছে। আমি কারুর ছবি বা পোস্টার ফেলে দিই নি। কেউ প্রমাণ দিক। মমতা বন্দ্য়োপাধ্য়ায় আমার ফোনের নয়, মনের ওয়াল পেপারে আছেন।’
advertisement
advertisement
advertisement
ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নে সায়নী বলেন, ‘আমি তদন্তে সহযোগিতা করব। নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলাম, ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠানো হয়েছে। তদন্তে সহযোগিতা করতেই এসেছি।’ সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এদিন উপস্থিত ছিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসারেরা। এছাড়াও ইডি-র একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারও জিজ্ঞাসাবাদ পর্বে ছিলেন বলে জানা গিয়েছে। রেকর্ড করা হয় সায়নীর বয়ান।
advertisement
স্পষ্টভাবে কিছু জানা না গেলেও প্রাথমিক অনুমান, সায়নীর সঙ্গে কুন্তলের হোয়াটসঅ্যাপের কথোপকথন দেখিয়ে ব্যাখ্যা, কুন্তলের সঙ্গে সায়নীর যোগাযোগ বোঝাতে তাঁদের এক ফ্রেমে থাকা ছবিগুলিও দেখানো হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্তে উঠে আসে সায়নী ঘোষের নাম। এই সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ ইডির, এমনটাই জানা যাচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 3:30 PM IST