পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ঢিল ছোঁড়া দূরত্বেও দীর্ঘদিন ধরে রমরমিয়েই এই ড্রাগের ব্যবসা চলছে বলে অভিযোগ। অভিযোগ করছেন এলাকার মানুষজনই। প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হতে হচ্ছে বলেও অভিযোগ। অভিযুক্তদের হাতে মারধোর খেতে হচ্ছে। এমনকী মেরে মাথা ফাটিয়েও দেওয়ার ঘটনা ঘটছে।
আরও পড়ুন: বিশ্ব তোলপাড়, মঙ্গলে মানুষের হাড়? তবে কি…নাসার সেই ছবি দেখে চক্ষু চড়কগাছ
advertisement
আরও পড়ুন: দার্জিলিং-গ্যাংটক ভুলে যাবেন, এবার পুজোয় মাত্র ১২০০ টাকায় এই পাহাড়ি গ্রাম! মনে হবে যেন স্বর্গ
অভিযোগ, ব্যবসার রমরমা বাড়ছে বলেই হেরোইনের নেশায় মশগুল হয়ে পড়ছে এলাকার যুবকরা। তাঁদের এই ড্রাগস জোগান দিচ্ছে স্থানীয় কারবারিরাই।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রামের পূর্ব পীতপুর এলাকায় ড্রাগের ব্যবসা চলছে। দিনে দুপুরে ড্রাগের নেশাও চলছে বলে অভিযোগ। বিশেষ করে অন্ধকার নামলেই রাস্তার ওপর ড্রাগস পাচার চলে বলেও অভিযোগ উঠছে। বাসিন্দাদের দাবি, দ্রুততার সঙ্গে ড্রাগের ব্যবসা বন্ধ করতে হবে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতরও চলছে।