বয়স আনুমানিক ৩৫, এখনও পর্যন্ত ওই যুবকের নাম-ঠিকানা কোনও কিছু উদ্ধার করতে পারা যায়নি। স্থানীয় বাসিন্দারাই মৃতদেহটি প্রথমে দেখতে পেয়ে রামনগর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃতের মাথায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন: বঙ্কিমের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা, পর্দায় এবার 'আনন্দমঠ'! দায়িত্বে রাজামৌলির বাবা
advertisement
গত পরশুই বর্ধমানেও খুন হন এক ব্যক্তি। পরিচিতের ডাক পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল যুবক। কিছুক্ষণ পর তার মাথায় কুড়ুল বিদ্ধ মৃতদেহ মিলল বাড়ি থেকে কিছুটা দূরে। পূর্ব বর্ধমানের গলসিতে মাথায় কুড়ুল বিদ্ধ অবস্থায় যুবকের এই দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাস্তার ধারেই কু্ড়ুল বিদ্ধ অবস্থায় পড়ে ছিলো যুবক। পরিবারের লোক ও গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুরষা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে। মৃত যুবকের নাম উৎপল ঘোষ (২৮)। পূর্ব বর্ধমানের গলসি থানার সন্তোষপুর ঘোষপাড়া এলাকার ঘটনা। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।
আরও পড়ুন: আর ক'দিন পরই বিয়ে, কী ভাবে ত্বকের যত্ন নিচ্ছেন আলিয়া ভাট? জানুন
পরিবার সূত্রে জানা গেছে,উৎপল এলাকার পুকুরে মাছ চাষ করতো। রবিবার রাতে গ্রামেরই এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বেড়ুনোর কিছুক্ষণ পরেই মাথায় কুড়ুল বিদ্ধ অবস্থায় রাস্তার ধারে পরে থাকতে দেখা যায়। এরপরই পরিবারের লোকের ও গ্রামবাসীরা তাকে উদ্ধার করে গলসীর পুরষা ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সুজিত ভৌমিক।