অতি সত্ত্বর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলার গুলিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মরশুমের শুরুতেই সবেমাত্র ট্রলার গুলি একটি করে টিপ সেরেছে। সবে মাত্র দুই দিন হল মৎস্যজীবীরা ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছিল। আর তারই মধ্যে আবহাওয়া খারাপের জন্যে ফিরে আসতে হলে বড় লোকসানের মুখে পড়তে হবে ট্রলার মালিক থেকে মৎস্যজীবীদের, এমনটাই জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিরা।
advertisement
আরও পড়ুন: সেই লুপ লাইনে ২ ট্রেন, বাঁকুড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! দুমড়ে-মুচড়ে গেল ইঞ্জিন, বগি
বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই ঘূর্ণাবর্তটি মসুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপরে অবস্থান করছে। এটি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি আগামীতে শক্তি সঞ্চয় করতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: রবিবারের বিরাট প্ল্যান, বঙ্গ বিজেপির ৩ সেনাপতির ‘যুদ্ধ’ শুরু বাংলাজুড়ে!
আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই নিম্নচাপের জেরে সাগরে হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি হতে পারে।