পুচুর না দেখা মেলায় বাড়ির আর এক বিড়াল পুচুলির মন খারাপ। খাওয়া দাওয়া লাটে। হতাশায় কাতর গৃহকর্তি শোভাদেবী। বারুইপুরের ৩ নম্বর ওয়ার্ডের শাহাজান রোডের বাসিন্দা গৃহবধূ শোভা মিত্র। বিড়াল পোষা তাঁর ও পরিবারের খুব শখ। সেই ইচ্ছে থেকেই বিড়াল পোষা শোভাদেবীর।
আরও পড়ুন: আর্থিক অনটন, খাবার নেই ঘরে! খিদেয় কাঁদছে একরত্তি, তিস্তায় ফেলে দিল মা!
advertisement
তিনি বলেন, ‘এক বছর বয়স আমাদের পুচু বিড়ালের। আমার বাড়িতে দুটি বিড়াল। পুচু নিখোঁজ হওয়ার পর থেকেই পুচুলির মন খারাপ। আমার জীবন ছিল পুচু। প্রতিদিন চিংড়ি মাছ ভাত ওর পছন্দ ছিল। আমার কোলে সারাদিন শুয়ে থাকত। পুচু ও পুচলি ছাড়াও বাড়িতে পাড়ার ৫ টি বিড়ালও আসে। তাদেরও দেখাশোনা করি।’
পুচু
কী করে আদরের পুচু নিখোঁজ হল? শোভাদেবী বলেন, ‘আমরা দার্জিলিং গিয়েছিলাম বেড়াতে। বাড়ি ফিরে দেখি পুচু নেই। হতাশ হয়ে পড়ি। এক বছরের বিড়াল কে কী করল ভেবে পাচ্ছি না। ওর খোঁজ করতেই পোস্টার মেরেছি এলাকায়। তাতে আমার ফোন নম্বরও দিয়েছি। এতেও যদি কাজ না হয় মাইকিং করব বারুইপুরে।’
সুমন সাহা