এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছে বলে জানা গিয়েছে। তবে কে বা কারা এই বোমাগুলি রেখে গিয়েছে, তার তদন্ত করছে রেল পুলিশ ও ক্যানিং থানার পুলিশ।
আরও পড়ুন: চরম দুর্দিন অনুব্রত-কন্যার, কাকুতিমিনতি করেও হল না লাভ! অসহায় সুকন্যা
এদিকে, পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অশান্ত দক্ষিণ ২৪ পরগণা৷ প্রাণ চলে গেল তরতাজা ১৭ বছরের এক তরুণের৷ তৃণমূলের প্রচার মিছিলে হঠাৎ হামলা, বোমাবাজি ঘিরে অশান্ত হয়ে উঠল দেগঙ্গা৷ পাল্টা হামলা চলল সিপিআইএম, আইএসএফ কর্মীদের বাড়িতেও৷
advertisement
আরও পড়ুন: বিদেশের মাটিতে চূড়ান্ত অপমানিত অজয় চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, অভিযোগ নিয়ে তোলপাড়
স্থানীয় সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে সোহাইশেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে বেরিয়েছিল তৃণমূল নেতাকর্মীদের একটি দল৷ দলের পুরভাগে ছিলেন পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মফিদুল হক সাহজির ভাই রিঙ্কু শাহজি৷ রিঙ্কু এলাকার বিদায়ী উপ প্রধানও৷ রিঙ্কুর নেতৃত্বেই এলাকার১০-১৫ জন তৃণমূলকর্মী প্রচার চালাচ্ছিল৷ অভিযোগ, রাত ১১টা নাগাদ সেই দল পৌঁছয় গাঙ্গাটি এলাকায়৷ সেই সময়ই নাকি তৃণমূলের সেই প্রচার মিছিল ঘিরে হামলা চালায় দুষ্কৃতীরা৷
