স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা এলাকারই এক নাবালক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এমনকী একসময় সে বাড়ি ছেড়ে চলে যায় বলেও অভিযোগ। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে এনে বাড়িতে ফেরান। কিন্তু ফেরার কিছুদিনের মধ্যেই রহস্য জনকভাবে তার মৃত্যু হয়। এই ঘটনার পরেই কোনওরকম লিখিত অভিযোগ বা প্রশাসনিক অনুমতি ছাড়াই রাতারাতি গোপনে ছাত্রীর দেহ কবরস্থ করে পরিবার।
advertisement
আরও পড়ুন: নির্যাতিতার বাবার দাবি IIM জোকায় ধ*র্ষ*ণ হয়নি, তাহলে কেন পুলিশ হেফাজত? আদালতে যাচ্ছেন ধৃত ছাত্র
সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং কবর থেকে দেহ উত্তোলন করে ডায়মন্ড হারবার মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এলাকার পঞ্চায়েত সদস্য রেজাউল হক গাজি বলেন, “এভাবে গোপনে দেহ কবর দেওয়া অত্যন্ত সন্দেহজনক। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতেই হবে।” পুলিশ ইতিমধ্যেই মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারীদের একাংশের মতে, আত্মহত্যার সম্ভাবনা থাকলেও তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না।
আরও পড়ুন: ছাত্রছাত্রীদের জন্য ৭৫,০০০ টাকার স্কলারশিপ, কী কী সুবিধা? কারা পাবেন? সময় থাকতে আবেদন করুন
পুলিশের এক আধিকারিক জানান, “ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।” এই ঘটনায় উত্তর কুসুমে ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা চাইছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক। মৃত্যু আত্মহত্যা, নাকি পরিকল্পিত খুন ।
সুমন সাহা