শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ বনগাঁ থেকে শান্তিপুরগামী ট্রেন গাংনাপুর প্ল্যাটফর্মে ঢোকার আগে যাত্রীরা লক্ষ্য করেন ট্রেনের তলায় এক মহিলার মৃতদেহ ওড়না দিয়ে বাঁধা। অথবা ওড়নার সঙ্গে বেঁধে রয়েছে এক মহিলার মৃতদেহ যা সম্ভবত মাঝেরগ্রাম স্টেশন থেকেই রেললাইনের সঙ্গে ঘষা খেতে খেতে এসে পৌঁছেছে। যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় নদিয়ার গাংনাপুর স্টেশনে।
advertisement
আরও পড়ুন: তুলতুল করবে রুটি, একদম তুলতুল! আটা মাখার সময় একটি জিনিস মাথায় রাখলেই পাতে পড়বে নরম রুটি
তবে রানাঘাট থেকে আরপিএফ এবং জিআরপি এবং অন্যান্য কর্মীরা আসার পর ট্রেন আগে পিছু করে ওই মৃতদেহর খণ্ডাংশ বের করা হয়। মৃতদেহ আপাতত রানাঘাট রেলওয়ে পুলিশ মর্গে রয়েছে। তবে ওই মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। স্থানীয় কিছু মানুষজন অনুমান করেছেন মাঝেরগ্রাম স্টেশন সংলগ্ন সরকার পাড়ার বাসিন্দা হতে পারেন তিনি। তবে অবিবাহিত মহিলা। নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যা নাকি অন্য কিছু! মৃতদেহ ময়নাতদন্তের পর প্ল্যাটফর্মের সিসি ক্যামেরা এবং রেলের বিভাগীয় তদন্তের পরে বলা যাবে আসল ঘটনা।
আরও পড়ুন: কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, চলবে টানা ৩ দিন! কালবৈশাখীর সতর্কতা কোন কোন জেলায়? আবহাওয়ার বড় খবর
উল্লেখ্য, এর আগেও একাধিকবার দেখা গিয়েছে অসতর্ক ভাবে রেললাইন পারাপার করার ফলে ট্রেনের চাকাতেই দেহ আটকে গিয়ে তা ঘষতে ঘষতে পৌঁছে গিয়েছে বেশ কয়েকটা স্টেশন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লেভেল ক্রসিং টপকে কিংবা ট্রেন আসছে দেখেও তাড়াহুড়োর বসে পারাপার করার ফলেই সাধারণ মানুষের এই পরিণতি হয়ে থাকে।
মৈনাক দেবনাথ