নদী ও সমুদ্র ছেড়ে হঠাৎ কেন তীরে এসে পড়ল তিমি মাছটি তা নিয়ে বিভিন্ন প্রশ্ন ঘুরছে এলাকায়। সমুদ্র ও নদীর দূষণের ফলে ঘোড়ামারার মতো জায়গায় কি তিমি মাছ এল অনেকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কী করবে বাংলাদেশ? বিরাট দাবি ইউনূসের উপদেষ্টার
advertisement
যদিও জোয়ারের সময় কোনও ভাবে এই তিমি মাছটি তীরে চলে আসে বলে মনে করছেন অধিকাংশ ব্যক্তি। এর আগে ঘোড়ামাড়াতে এইভাবে তিমি মাছ দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
তিমি মাছ দেখার পর তীরে ভিড় জমিয়েছিলেন অনেকেই। অনেকে আবার সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে। মুহুর্তে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। তিমি মাছ দেখা পেয়েই সকলেই জড়ো হয়েছিলেন তীরে।
আরও পড়ুন: মুখেই যত বড় কথা, ভারত চাইলে বাংলাদেশের কী করতে পারে! স্পষ্ট সেনাপ্রধানের মন্তব্যেই
স্থানীয় বাসিন্দারা দ্রুত তিমি মাছটিকে ঠেলে জলে পাঠিয়ে দেয়। ফলে মাছটির জীবন রক্ষা হয়েছে। এই ঘটনায় প্রশংসা কুড়িয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
নবাব মল্লিক