এদিন মনোনয়ন পেশ করার পর লিপিকা মণ্ডল জানান, তিনি তৃণমূল দলকে ভালোবাসেন। তিনি টিকিট পেয়েছেন বলেই মনোনয়ন পেশ করেছেন। যদিও বিজেপি ও সিপিএম জানিয়েছে, এটা উপহার শিব ঠাকুরের অভিযোগের জন্য।
আরও পড়ুন: হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা
advertisement
এদিকে, ফের বীরভূমে তৃণমূল কংগ্রেসে ভাঙন। টাকা দিয়ে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ বীরভূমের মুরারই ২ ব্লকের পাইকরে। মুরারই দুই ব্লকের নন্দীগ্রাম, পাইকর ও মিত্রপুর এলাকার প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে গ্রহণ করলেন কংগ্রেসের ব্লক সভাপতি মাঈনুদ্দিন সেখ ও বীরভূম জেলা কংগ্রেসের সহ-সভাপতি মোঃ আসিফ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন: ‘নতুন তৃণমূল’ কেমন হবে? মুখ সামনে এনে বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এদিকে, বোলপুর শ্রীনিকেতন ব্লকে বাম ও কংগ্রেস প্রার্থীরা নমিনেশন করতে এলে শ্রীনিকেতন মোড়ে বাম কংগ্রেস কর্মীদের বেধড়ক মারধর করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ। ঘটনাস্থলে ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে।
অপরদিকে, বীরভূমের আহমেদপুরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত সাঁইথিয়া ব্লক অফিস চত্বর। আমোদপুরে বিজেপি পার্টি অফিসে হামলার অভিযোগ তৃণমূলে বিরুদ্ধে। আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি দূর থেকে পাথর ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।