Abhishek Banerjee: 'নতুন তৃণমূল' কেমন হবে? মুখ সামনে এনে বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'মডেল' প্রার্থী এবার পঞ্চায়েত নির্বাচনে।

+
যেমন

যেমন কথা, তেমন কাজ

মেদিনীপুর: নতুন তৃণমূলে এখন নব জোয়ার। পুরনোদের থেকে এখন নতুনরাই দলের মুখ হচ্ছেন। তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে নতুনদের। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সভা থেকে এই বার্তা দিয়ে ‘নতুন তৃণমূল’ কেমন হবে, তার উদাহরণও তুলে ধরেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেশপুরের দুই পরিবারের তিন জনকে তিনি তুলে এনেছিলেন মঞ্চে। তাঁদের এক জন সেখ হোসিনুদ্দিন সক্রিয় ভাবে কোনও রাজনৈতিক দলের কর্মী নন বলেই দাবি করেছিলেন অভিষেক।
অন্য দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দলের তৃণমূল স্তরের কর্মী। এবার সেই স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন দু’জনকে আসন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থী করল তৃণমূল। বুধবার দলের তরফে জানানো হয়েছে শেখ হোসিনুদ্দিন ও মঞ্জু দলবেরা কেশপুর এলাকার কলাগ্রাম ও গোলাড় গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। বুধবার গোলাড় গ্রামপঞ্চায়েতের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন কেশপুর বিডিও অফিসে। সঙ্গে ছিলেন স্বামী অভিজিত দলবেরা ৷
advertisement
advertisement
গত ৪ ফেব্রুয়ারি আনন্দপুরের জনসভায় উপস্থিত জনতাকে অভিষেক বলেছিলেন, ‘‘হসিনুদ্দিনের মতো লোকেরাই তৃণমূলের মুখ হতে চলেছেন। এঁদেরই আমরা স্বীকৃতি দেব। করে কম্মে খাওয়ার দিন শেষ।’’ পাশাপাশি, গোলাড় গ্রাম পঞ্চায়েতের সদস্যা মঞ্জু দলবেরা এবং তার স্বামী অভিজিত দলবেরার জীবনযাপনও তুলে ধরেছিলেন তিনি। স্থানীয় তৃণমূল বুথ সভাপতি অভিজিৎ দলবেরাকে মঞ্চে ডেকে ভূয়সী প্রশংসা করেছিলেন অভিষেক। জানিয়েছিলেন, এমন কর্মীদের দলের তিনি সাধারণ সম্পাদক, এটা ভেবেই গর্ব অনুভব করছেন।
advertisement
নিজেদের বাড়ি ভেঙে পড়েছে অথচ স্ত্রী পঞ্চায়েত সদস্যা, অভিজিত বাবু নিজের বুথের সভাপতি৷ অথচ জীবনযাপন সরল, সাধারণ। এরাই আমাদের মুখ হবে পঞ্চায়েতে ৷ সেই মতো দলের পক্ষ থেকে ফের গোলাড়ের প্রার্থী ঘোষনা করা হয়েছে মঞ্জু দেবীকে ৷ বুধবার মনোনয়নপত্র জমা দিয়ে মঞ্জু দলবেরা বলেন “আমি দলের কাছে কৃতজ্ঞ। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করবো ৷”
advertisement
তবে হোসিনুদ্দিনকে প্রার্থী ঘোষণা করলেও শারীরিক সমস্যার কারণে তিনি প্রার্থী হিসেবে বুধবার মনোনয়নে হাজির হননি ৷ তবে বৃহস্পতিবার মনোনয়ন দিতে পারেন বলে দলীয় সুত্রে জানা গিয়েছে। নতুন মুখ, স্বচ্ছ মুখের ওপর এখন ভরসা তৃণমূলের। অভিষেক তাঁর কথা রাখলেন এদের প্রার্থী করে।
advertisement
Ranjan Chanda
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Abhishek Banerjee: 'নতুন তৃণমূল' কেমন হবে? মুখ সামনে এনে বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement