হাই স্কুলের কন্যাশ্রী দের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এই পুলিশি প্রয়াস প্রশংসার দাবি রাখে। শুধুমাত্র স্কুলের ছাত্রী রাই নয়, ছাত্রীদের হাত ধরে এই সচেতনতা পৌঁছে যাবে তাদের পরিবারেও। এই প্রয়াসে যথেষ্ট খুশি হয়েছেন এলাকার সাধারণ মানুষ।
আরও পড়ুন: বাংলা থেকে চুরি হয়ে মোবাইল যাচ্ছে কোথায়! সীমান্তে যা ঘটল, তুমুল আতঙ্কিত হওয়ার কারণ আছে
advertisement
শুধু এই নয়, আগামী দিনে কোতুলপুর উচ্চ বিদ্যালয় এর কন্যাশ্রী রা আরোও বিভিন্ন উদ্যোগে নাম লেখাবেন এমনটাই বলছেন কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আরও পড়ুন: রাজভবন আর নবান্নের সংঘাত আরও বাড়ছে, পঞ্চায়েত ভোট কবে? সংশয় বাড়ছে
এর আগে আপনাদের দেখিয়েছি রাজ খামার হাই স্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীদের বিভিন্ন জনকল্যাণকর কাজ যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, কন্যাশ্রীর টাকা জমিয়ে তীব্র দাবদহে সরবত বিতরণ এবং ঘরে ঘরে গিয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সেই একই রকম দৃষ্টান্ত স্থাপন করল কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। নিজেরা সচেতন হয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি এই কন্যারা।
——- নীলাঞ্জন ব্যানার্জী